Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

মামলা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি যে উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতাদের সাথে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সাথে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে, এই বিজয়কে ফলোপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি জানি না উনি এমন বক্তব্য কীজন্য করেছেন। কিন্তু ওনার এমন বক্তব্য রাজনৈতিক বিরোধী। আমি আশা করি না ওনারা এই ধরনের বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্র্বতী সরকারকে সমর্থন করেছে এবং একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। যেটার জন্য গত ১৫ বছর ধরে আমরা লড়াই করছি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং।

বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।’

গত ৩০ নভেম্বর স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

মামলা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি যে উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতাদের সাথে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সাথে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে, এই বিজয়কে ফলোপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি জানি না উনি এমন বক্তব্য কীজন্য করেছেন। কিন্তু ওনার এমন বক্তব্য রাজনৈতিক বিরোধী। আমি আশা করি না ওনারা এই ধরনের বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্র্বতী সরকারকে সমর্থন করেছে এবং একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। যেটার জন্য গত ১৫ বছর ধরে আমরা লড়াই করছি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং।

বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।’

গত ৩০ নভেম্বর স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।