Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

খবরটা আগেই জানা গিয়েছিল। এবার শেষ হলো আনুষ্ঠানিকতা। ১৩ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী লুকা মদরিচ।

মিলান জানিয়েছে, আপাতত এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মরদিরচ। অপশন থাকছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার।

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী ইতালিতে পৌঁছান গত সোমবার। রিয়ালে ১৩ মৌসুম কাটানোর পর স্প্যানিশ ক্লাবকে বিদায় বলেই নতুন ক্লাবের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েছেন।

এসি মিলানের প্রতি মদরিচের ভালোলাগা সেই ছোট বেলা থেকে। তার আইডল ও স্বদেশী জ্ভোনিমির বোবান ১৯৯০-এর দশকে ক্লাবটির হয়ে খেলতেন। তখন থেকেই ক্লাবটির সমর্থক তিনি।

মে মাসে মদরিচ ঘোষণা দেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি শিরোপা জয়ে অবদান রাখার পর তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। যে ক্লাবটির হয়ে তার ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

বোঝাই যাচ্ছে হৃত গৌরব ফিরিয়ে আনতেই মদরিচের সঙ্গে চুক্তি করছে মিলান। গত মৌসুমে তারা সিরি আ অষ্টম স্থানে শেষ করেছিল। যার ফলে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটও পায়নি।

মৌসুম শেষ হওয়ার পরই ইতালীয় ক্লাবটি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে আবার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। অ্যালেগ্রি ২০১১ সালে মিলানের হয়ে প্রথমবার ইতালীয় লিগ জেতেন। তারপর ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে পর পর জেতেন পাঁচটি শিরোপা।

আবহাওয়া

ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

প্রকাশের সময় : ১২:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

খবরটা আগেই জানা গিয়েছিল। এবার শেষ হলো আনুষ্ঠানিকতা। ১৩ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী লুকা মদরিচ।

মিলান জানিয়েছে, আপাতত এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মরদিরচ। অপশন থাকছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার।

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী ইতালিতে পৌঁছান গত সোমবার। রিয়ালে ১৩ মৌসুম কাটানোর পর স্প্যানিশ ক্লাবকে বিদায় বলেই নতুন ক্লাবের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েছেন।

এসি মিলানের প্রতি মদরিচের ভালোলাগা সেই ছোট বেলা থেকে। তার আইডল ও স্বদেশী জ্ভোনিমির বোবান ১৯৯০-এর দশকে ক্লাবটির হয়ে খেলতেন। তখন থেকেই ক্লাবটির সমর্থক তিনি।

মে মাসে মদরিচ ঘোষণা দেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি শিরোপা জয়ে অবদান রাখার পর তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। যে ক্লাবটির হয়ে তার ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

বোঝাই যাচ্ছে হৃত গৌরব ফিরিয়ে আনতেই মদরিচের সঙ্গে চুক্তি করছে মিলান। গত মৌসুমে তারা সিরি আ অষ্টম স্থানে শেষ করেছিল। যার ফলে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটও পায়নি।

মৌসুম শেষ হওয়ার পরই ইতালীয় ক্লাবটি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে আবার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। অ্যালেগ্রি ২০১১ সালে মিলানের হয়ে প্রথমবার ইতালীয় লিগ জেতেন। তারপর ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে পর পর জেতেন পাঁচটি শিরোপা।