Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ করাটাই সারার চ্যালেঞ্জ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ২০১ জন দেখেছেন

ফাইল ছবিতে সারা

বলিউড অভিনেতা সুশান্ত আত্মহত্যা করলেন। তার বাবা দাবি করলেন, ছেলেকে খুন করা হয়েছে। শুরু হল তদন্ত। যার পথ ধরে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল বলিউডে মাদকে আসক্ত অনেক তারকাই। তালিকায় নবাগত সারার নামও বাদ পড়েনি। বরং একটু জোরেশোরেই উচ্চারিত হয়েছে।

যথারীতি ডাক পড়ে ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থায়। জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। জানা গেছে, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় সারা ও সুশান্তের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দু’জনে নাকি থাইল্যান্ডে বেড়াতেও গিয়েছিলেন।

ঠিক বাবার হাত ধরে নয়, বাবার পথ ধরেই বলিউডে এসেছেন ছোট নবাব সাইফ আলী খান তনয়া সারা আলী খান। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেই অভিষেক ঘটে তার। এতেই ঘটে যত বিপত্তি।

সুশান্তের ফার্ম হাউসেও নাকি সারার নিয়মিত আনাগোনা ছিল। শুধু তাই নয়, মৃত্যুর কিছুদিন আগেও বন্ধুবান্ধব নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন রাজপুত। সেখানে সারা আলি খানের উপস্থিতির কথাও উঠে আসছে মিডিয়ায়। তবে আচমকাই তাদের সম্পর্কে ছেদ পড়ে।

সৎ মা হলেও তাকে নায়িকা কারিনা কাপুর ভালো পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রথম ছবির নায়কের সঙ্গে কখনও প্রেম করতে যেও না।’ শোনেননি সারা। জল ঘোলা হয়ে যাওয়ায় এখন সে কথাই স্মরণ করছেন।

মাদক মামলায় শেষতক সারার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়- সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত নতুন খবর হচ্ছে, তার অভিনীত কমেডি ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির জন্য প্রস্তুত।

আরও পড়ুন : ধর্ষণের মামলা বলিউড অভিনেতা মিঠুনের ছেলের বিরুদ্ধে

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এটি ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ ছবিরই রিমেক। ডেভিড ধাওয়ান বানিয়েছেন এ ছবিটিও।

আগের ছবিটির নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সারারই সৎ মায়ের বড় বোন কারিশমা কাপুর। ছবিটি মুক্তির পূর্বনির্ধারিত তারিখ ছিল ১ মে। কিন্তু করোনা সেটার হিসাব-নিকাশ বদলে দিয়েছে।

নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়া সারার এটি চতুর্থ ছবি। এ বছরের ভ্যালেন্টাইন’স ডে’তে মুক্তি পাওয়া লাভ আজ কাল ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেনি। তবে ওই ছবির মাধ্যমে সারা প্রমাণ করতে পেরেছেন, মুম্বাই ছবির নায়িকা হিসেবে তিনি পরিণত।

যে কারণে আনন্দ এল রায় পরিচালিত ‘আত্রাঙ্গি রে’ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ তে পেরেছেন অক্ষয় কুমারের বিপরীতে। এ ছবিতে কাজ করার আগে বেশ মুটিয়ে গিয়েছিলেন সারা। শরীরের ওজন কমাতে মরিয়া ছিলেন তিনি। ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শরীরের যত্ন নিতে শুরু করেন নিয়মিত। সাফল্য ধরাও দিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মাদকের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই এখন তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদকের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ করাটাই সারার চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত আত্মহত্যা করলেন। তার বাবা দাবি করলেন, ছেলেকে খুন করা হয়েছে। শুরু হল তদন্ত। যার পথ ধরে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল বলিউডে মাদকে আসক্ত অনেক তারকাই। তালিকায় নবাগত সারার নামও বাদ পড়েনি। বরং একটু জোরেশোরেই উচ্চারিত হয়েছে।

যথারীতি ডাক পড়ে ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থায়। জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। জানা গেছে, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় সারা ও সুশান্তের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দু’জনে নাকি থাইল্যান্ডে বেড়াতেও গিয়েছিলেন।

ঠিক বাবার হাত ধরে নয়, বাবার পথ ধরেই বলিউডে এসেছেন ছোট নবাব সাইফ আলী খান তনয়া সারা আলী খান। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেই অভিষেক ঘটে তার। এতেই ঘটে যত বিপত্তি।

সুশান্তের ফার্ম হাউসেও নাকি সারার নিয়মিত আনাগোনা ছিল। শুধু তাই নয়, মৃত্যুর কিছুদিন আগেও বন্ধুবান্ধব নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন রাজপুত। সেখানে সারা আলি খানের উপস্থিতির কথাও উঠে আসছে মিডিয়ায়। তবে আচমকাই তাদের সম্পর্কে ছেদ পড়ে।

সৎ মা হলেও তাকে নায়িকা কারিনা কাপুর ভালো পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রথম ছবির নায়কের সঙ্গে কখনও প্রেম করতে যেও না।’ শোনেননি সারা। জল ঘোলা হয়ে যাওয়ায় এখন সে কথাই স্মরণ করছেন।

মাদক মামলায় শেষতক সারার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়- সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত নতুন খবর হচ্ছে, তার অভিনীত কমেডি ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির জন্য প্রস্তুত।

আরও পড়ুন : ধর্ষণের মামলা বলিউড অভিনেতা মিঠুনের ছেলের বিরুদ্ধে

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এটি ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ ছবিরই রিমেক। ডেভিড ধাওয়ান বানিয়েছেন এ ছবিটিও।

আগের ছবিটির নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সারারই সৎ মায়ের বড় বোন কারিশমা কাপুর। ছবিটি মুক্তির পূর্বনির্ধারিত তারিখ ছিল ১ মে। কিন্তু করোনা সেটার হিসাব-নিকাশ বদলে দিয়েছে।

নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়া সারার এটি চতুর্থ ছবি। এ বছরের ভ্যালেন্টাইন’স ডে’তে মুক্তি পাওয়া লাভ আজ কাল ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেনি। তবে ওই ছবির মাধ্যমে সারা প্রমাণ করতে পেরেছেন, মুম্বাই ছবির নায়িকা হিসেবে তিনি পরিণত।

যে কারণে আনন্দ এল রায় পরিচালিত ‘আত্রাঙ্গি রে’ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ তে পেরেছেন অক্ষয় কুমারের বিপরীতে। এ ছবিতে কাজ করার আগে বেশ মুটিয়ে গিয়েছিলেন সারা। শরীরের ওজন কমাতে মরিয়া ছিলেন তিনি। ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শরীরের যত্ন নিতে শুরু করেন নিয়মিত। সাফল্য ধরাও দিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মাদকের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই এখন তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।