Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৪ ম্যাচেই টেস্টকে বিদায় জানালেন ক্লাসেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে। কদিন আগে কেপটাউনে ভারতের বিপক্ষে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন ডিন এলগার। এক সপ্তাহ যেতে না যেতে এবার টেস্টকে বিদায় জানিয়েছেন হেনরিখ ক্লাসেন।

২০১৯-এর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় ক্লাসেনের। ৪ বছরের বেশি সময় পেরোলেও সর্বসাকল্যে খেলেছেন ৪ টেস্ট। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট কম খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেন ৮৫ ম্যাচ। ৪ টেস্ট খেলা ক্লাসেন আজ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে। এমন সিদ্ধান্ত (টেস্টকে বিদায়) নেওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি।

অবসর প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে ক্লাসেন বলেন, সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, তা ভেবে কিছু নির্ঘুম রাত কাটানোর পর লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। এটি কঠিন সিদ্ধান্ত ছিল কারণ এখন পর্যন্ত এটি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। মাঠ ও মাঠের বাইরে যে লড়াই আমি সামলেছি সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। যাত্রাটা অসাধারণ ছিল এবং আমি আনন্দিত, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। যতগুলো ক্যাপ পেয়েছি তার মধ্যে ব্যাগি টেস্ট ক্যাপই আমার সবচেয়ে মূল্যবান। আমার লাল বলের ক্যারিয়ারে যারা অংশ ছিলেন ও আমাকে আজকের ক্রিকেটারে পরিণত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে এখন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আমি সেদিকে মুখিয়ে আছি।

এলগার টেস্টকে বিদায় জানিয়েছেন মাঠে ক্রিকেট খেলে। ক্লাসেনের সেই সুযোগটাও হয়নি। কারণ ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তাঁর (ক্লাসেন) বদলে কাইল ভেরেইনকে নেওয়া হয়েছিল। যদিও গত বছর লাল বলের কোচ শুকরি কনরাড আভাস দিয়েছিলেন যে তাঁর (কনরাড) পরিকল্পনায় ক্লাসেন আছেন। টেস্টে এ বছর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফরে ক্লাসেন খেলতে পারেন বলে জানিয়েছিলেন কনরাড।

টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে ক্লাসেন আরও বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে আমি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, তাই আমাকে ক্রিকেটার বানিয়েছে। যাত্রাটা ভালোই ছিল এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। টেস্টের টুপিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান টুপি।’ ৪ টেস্টে ১৩ গড়ে তিনি করেছেন ১০৪ রান।

ক্লাসেনের টেস্ট থেকে অবসরের স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে আইপিএল, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—এবস ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতেই হয়তো টেস্টকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাত্র ৪ ম্যাচেই টেস্টকে বিদায় জানালেন ক্লাসেন

প্রকাশের সময় : ০৪:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে। কদিন আগে কেপটাউনে ভারতের বিপক্ষে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন ডিন এলগার। এক সপ্তাহ যেতে না যেতে এবার টেস্টকে বিদায় জানিয়েছেন হেনরিখ ক্লাসেন।

২০১৯-এর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় ক্লাসেনের। ৪ বছরের বেশি সময় পেরোলেও সর্বসাকল্যে খেলেছেন ৪ টেস্ট। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট কম খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেন ৮৫ ম্যাচ। ৪ টেস্ট খেলা ক্লাসেন আজ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে। এমন সিদ্ধান্ত (টেস্টকে বিদায়) নেওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি।

অবসর প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে ক্লাসেন বলেন, সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, তা ভেবে কিছু নির্ঘুম রাত কাটানোর পর লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। এটি কঠিন সিদ্ধান্ত ছিল কারণ এখন পর্যন্ত এটি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। মাঠ ও মাঠের বাইরে যে লড়াই আমি সামলেছি সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। যাত্রাটা অসাধারণ ছিল এবং আমি আনন্দিত, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। যতগুলো ক্যাপ পেয়েছি তার মধ্যে ব্যাগি টেস্ট ক্যাপই আমার সবচেয়ে মূল্যবান। আমার লাল বলের ক্যারিয়ারে যারা অংশ ছিলেন ও আমাকে আজকের ক্রিকেটারে পরিণত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে এখন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আমি সেদিকে মুখিয়ে আছি।

এলগার টেস্টকে বিদায় জানিয়েছেন মাঠে ক্রিকেট খেলে। ক্লাসেনের সেই সুযোগটাও হয়নি। কারণ ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তাঁর (ক্লাসেন) বদলে কাইল ভেরেইনকে নেওয়া হয়েছিল। যদিও গত বছর লাল বলের কোচ শুকরি কনরাড আভাস দিয়েছিলেন যে তাঁর (কনরাড) পরিকল্পনায় ক্লাসেন আছেন। টেস্টে এ বছর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফরে ক্লাসেন খেলতে পারেন বলে জানিয়েছিলেন কনরাড।

টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে ক্লাসেন আরও বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে আমি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, তাই আমাকে ক্রিকেটার বানিয়েছে। যাত্রাটা ভালোই ছিল এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। টেস্টের টুপিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান টুপি।’ ৪ টেস্টে ১৩ গড়ে তিনি করেছেন ১০৪ রান।

ক্লাসেনের টেস্ট থেকে অবসরের স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে আইপিএল, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—এবস ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতেই হয়তো টেস্টকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার।