বিনোদন ডেস্ক :
ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’র পর এবার এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের ১৮৪টি পর্দায় মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপনের নির্মিত এই ছবি। এবার ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে মিম জানালেন, মাত্র দুটি পোশাকে ছবিটি শেষ করতে হয়েছে তাকে।
ফেসবুকে নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে মিম লিখেছেন, ‘অন্তর্জাল ছবিটা অনেকগুলো কারণেই আমার জন্য আলাদা। পুরো ছবিতে আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দুই বার। এমনকি মাত্র দুটা ড্রেসেই আস্ত একটা ছবি শেষ করতে হয়েছে। ছবি দেখলেই বুঝবেন, যেরকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটা মুহূর্ত গেছে, তাতে আসলে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না।’
মিম আরও লিখেছেন, ‘আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না! অন্তর্জাল মুক্তি পাচ্ছে আগামীকাল। হলে দেখা হচ্ছে তো?’
‘অন্তর্জাল’ সিনেমায় নিশাদ চরিত্রে অভিনয় করেছেন মিম। পুরো সিনেমায় মাত্র দুটো পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অন্তর্জাল’ সিনেমা অনেকগুলো কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমায় আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দুইবার। এমনকি মাত্র দুইটা ড্রেসেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে। সিনেমা দেখলেই বুঝবেন, কত রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটা মুহূর্ত গেছে। আসলে এমন মুহূর্তে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না!
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
সাইবার যুদ্ধের গল্পে নির্মিত থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ প্রসঙ্গে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘মহামারির সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। আমরা পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি সিনেমাটি। এর ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবাই এ দেশের। এটা তথাকথিত প্রেমের সিনেমা নয়। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চান, তার পুরোটাই সিনেমাটিতে আছে। দর্শক লক্ষ্য করবেন আমার এক একটা সিনেমা একেক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ।’
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখে। সিনেমার গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান (কিটো ভাই), অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।