Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ফেরা নিয়ে যা বললেন সৌম্য সরকার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময়ে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন টাইগার এই ওপেনার। যে কারণে চলমান বিপিএলেও খেলার সুযোগ হয়নি সৌম্যের। যদিও ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্স শিবিরে। তবে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে আরো কিছু দিন সময় লাগবে তার।

তবে রংপুর ৮ ম্যাচে আটটিতে জিতে ইতিমধ্যে প্ল অফ নিশ্চিত করে ফেলেছেন। এই অবস্থায় সৌম্যকে মাঠে নামানো নিয়ে তড়িঘড়ি নেই দলের। সৌম্যও তাই জোরাজুরি করছেন না মাঠে নামতে।

এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।

তিনি বলেন, চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।

সৌম্য তার চোট নিয়ে বলেন, পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।

চোটে পড়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন সৌম্য। সেই ছন্দ এখন তিনি খোঁজে পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই। কেননা, যেকোনো ক্রিকেটারকেই চোট থেকে মাঠে ফিরে সংগ্রাম করতে হয়। এক্ষেত্রে সৌম্য অবশ্য আশাবাদী। তারকা এই ওপেনার বলেন, ‘চেষ্টা করব যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, ওখান থেকে আবার শুরু করতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাঠে ফেরা নিয়ে যা বললেন সৌম্য সরকার

প্রকাশের সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময়ে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন টাইগার এই ওপেনার। যে কারণে চলমান বিপিএলেও খেলার সুযোগ হয়নি সৌম্যের। যদিও ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্স শিবিরে। তবে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে আরো কিছু দিন সময় লাগবে তার।

তবে রংপুর ৮ ম্যাচে আটটিতে জিতে ইতিমধ্যে প্ল অফ নিশ্চিত করে ফেলেছেন। এই অবস্থায় সৌম্যকে মাঠে নামানো নিয়ে তড়িঘড়ি নেই দলের। সৌম্যও তাই জোরাজুরি করছেন না মাঠে নামতে।

এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।

তিনি বলেন, চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।

সৌম্য তার চোট নিয়ে বলেন, পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।

চোটে পড়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন সৌম্য। সেই ছন্দ এখন তিনি খোঁজে পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই। কেননা, যেকোনো ক্রিকেটারকেই চোট থেকে মাঠে ফিরে সংগ্রাম করতে হয়। এক্ষেত্রে সৌম্য অবশ্য আশাবাদী। তারকা এই ওপেনার বলেন, ‘চেষ্টা করব যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, ওখান থেকে আবার শুরু করতে।