Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা শান্তিপুর দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, শান্তিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। এর মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুশইন হওয়া সকলে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবারের মতো মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ৪৮ জন, দ্বিতীয় বারের মতো ১৯ ও বুধবার রাতে ৯ জনকে পুশ ইন করে ভারত। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

প্রকাশের সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা শান্তিপুর দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, শান্তিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। এর মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুশইন হওয়া সকলে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবারের মতো মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ৪৮ জন, দ্বিতীয় বারের মতো ১৯ ও বুধবার রাতে ৯ জনকে পুশ ইন করে ভারত। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।