Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরো ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার উপজেলার আচালং সীমান্ত দিয়ে আরো ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৬ মে) ভোর রাতে এই ১৯ জন নারী-পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

এরা বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নেয়। পরে স্থানীয় আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। নিরাপত্তা হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা দাবি করেছে। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিলো।

অনুপ্রবেশকারীরা জানান, হরিয়ানা থেকে বিমানে করে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুক এর সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় বিএসএফ নিয়ে আসে এবং আজ (সোমবার) ভোর রাতে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়।

তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুরুল আলম আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ী বাংলাদেশের কুড়িগ্রামে। তাদের দাবী সঠিক কিনা পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে চলতি মাসে ৩ দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে পাঠিয়েছে বিএসএফ।

তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরো ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশের সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার উপজেলার আচালং সীমান্ত দিয়ে আরো ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৬ মে) ভোর রাতে এই ১৯ জন নারী-পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

এরা বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নেয়। পরে স্থানীয় আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। নিরাপত্তা হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা দাবি করেছে। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিলো।

অনুপ্রবেশকারীরা জানান, হরিয়ানা থেকে বিমানে করে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুক এর সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় বিএসএফ নিয়ে আসে এবং আজ (সোমবার) ভোর রাতে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়।

তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুরুল আলম আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ী বাংলাদেশের কুড়িগ্রামে। তাদের দাবী সঠিক কিনা পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে চলতি মাসে ৩ দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে পাঠিয়েছে বিএসএফ।

তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।