Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছেন পায়েল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ২০৪ জন দেখেছেন

সংগৃহীত ছবি

বাংলা সিনেমা থেকে হিন্দি টেলিভিশন সর্বত্রই ভিন্ন চরিত্রে অভিনয়ে নজর কেড়েছেন পায়েল সরকার। বাংলা সিনেমার মিষ্টি নায়িকা থেকে বোল্ড চরিত্র, সবক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ছিল এ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে মাঝরাতেই তিনি সারপ্রাইজ পেয়েছেন বলে জানান।

‘বোঝে না সে বোঝে না’র জয়িতা থেকে অনুরাগ বসুর ‘লাভ স্টোরি’ ধারাবাহিকের ‘শ্রুতি’, কিংবা আবার ওয়েব দুনিয়ায় ‘শব্দ জব্দ’র মত ডার্ক থ্রিলারে অভিনয়, সব চরিত্রেই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে তার অভিনয়।

উইকিপিডিয়া বলছে, ১০ ফেব্রুয়ারি (বুধবার) নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেত্রী।

জন্মদিনটা কীভাবে কাটচ্ছেন পায়েল, এমন প্রশ্নে পায়েল জানান, কিচ্ছু করছি না। আমি রাজারহাটে বাবা-মায়ের বাড়িতে যাবো। ওখানেই কেক কাটবো। তারপর আমার ফ্যান ক্লাবের কিছু লোকজন আসবে, ওদের সঙ্গেও আরো এক দফা কেক কাটা হবে।

পার্টির পরিকল্পনা সেভাবে নেই। এখনো যা পরিস্থিতি বাড়িতে অনেক লোকজন ডেকে পার্টি করা সম্ভব নয়। তাই বন্ধুদের সঙ্গে কোথাও একটি গিয়ে জমিয়ে আড্ডা দেব। এই আর কি, আর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, প্রচুর ফুল আর কেক এসেছে। গতকাল রাত ১২টার সময় আমার কিছু কাছের বন্ধুরা কেক নিয়ে হাজির হয়, সেটাও আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিলো। আর কিছু স্পেশাল নেই। কাছের বন্ধু আর বাবা-মায়ের সঙ্গে কাটানো, খাওয়া-দাওয়া, এটাই আমার জন্মদিন পালন। আর কিছুই নয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছেন পায়েল

প্রকাশের সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

বাংলা সিনেমা থেকে হিন্দি টেলিভিশন সর্বত্রই ভিন্ন চরিত্রে অভিনয়ে নজর কেড়েছেন পায়েল সরকার। বাংলা সিনেমার মিষ্টি নায়িকা থেকে বোল্ড চরিত্র, সবক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ছিল এ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে মাঝরাতেই তিনি সারপ্রাইজ পেয়েছেন বলে জানান।

‘বোঝে না সে বোঝে না’র জয়িতা থেকে অনুরাগ বসুর ‘লাভ স্টোরি’ ধারাবাহিকের ‘শ্রুতি’, কিংবা আবার ওয়েব দুনিয়ায় ‘শব্দ জব্দ’র মত ডার্ক থ্রিলারে অভিনয়, সব চরিত্রেই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে তার অভিনয়।

উইকিপিডিয়া বলছে, ১০ ফেব্রুয়ারি (বুধবার) নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেত্রী।

জন্মদিনটা কীভাবে কাটচ্ছেন পায়েল, এমন প্রশ্নে পায়েল জানান, কিচ্ছু করছি না। আমি রাজারহাটে বাবা-মায়ের বাড়িতে যাবো। ওখানেই কেক কাটবো। তারপর আমার ফ্যান ক্লাবের কিছু লোকজন আসবে, ওদের সঙ্গেও আরো এক দফা কেক কাটা হবে।

পার্টির পরিকল্পনা সেভাবে নেই। এখনো যা পরিস্থিতি বাড়িতে অনেক লোকজন ডেকে পার্টি করা সম্ভব নয়। তাই বন্ধুদের সঙ্গে কোথাও একটি গিয়ে জমিয়ে আড্ডা দেব। এই আর কি, আর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, প্রচুর ফুল আর কেক এসেছে। গতকাল রাত ১২টার সময় আমার কিছু কাছের বন্ধুরা কেক নিয়ে হাজির হয়, সেটাও আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিলো। আর কিছু স্পেশাল নেই। কাছের বন্ধু আর বাবা-মায়ের সঙ্গে কাটানো, খাওয়া-দাওয়া, এটাই আমার জন্মদিন পালন। আর কিছুই নয়।