Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই কমিটি প্রকাশ পেয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন আলী আহমেদ। সদস্য সচিব হয়েছেন খান মোনোয়ার হোসেন খান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরি, শাহেদ হাসান টগর, পিঁকুল খান।

গত ১২ সেপ্টেম্বর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। তিন মাস পর আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। মাগুরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। বিএনপি নেতা আলী আহমেদ এ কমিটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। বিএনপি নেতারা বলছেন, ২০১৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

মাগুরা জেলা বিএনপির নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া নিয়ে মনোয়ার হোসেন খান বলেন, রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে গত ১০ বছরে আমরা সম্মেলন আয়োজন করতে পারিনি। কেন্দ্র থেকে আমাদের ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রথম কাজ আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা। এরপর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলন করে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই কমিটি প্রকাশ পেয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন আলী আহমেদ। সদস্য সচিব হয়েছেন খান মোনোয়ার হোসেন খান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরি, শাহেদ হাসান টগর, পিঁকুল খান।

গত ১২ সেপ্টেম্বর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। তিন মাস পর আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। মাগুরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। বিএনপি নেতা আলী আহমেদ এ কমিটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। বিএনপি নেতারা বলছেন, ২০১৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

মাগুরা জেলা বিএনপির নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া নিয়ে মনোয়ার হোসেন খান বলেন, রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে গত ১০ বছরে আমরা সম্মেলন আয়োজন করতে পারিনি। কেন্দ্র থেকে আমাদের ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রথম কাজ আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা। এরপর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলন করে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।