Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় অধিপত্য বিস্তারের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) দুপুুরে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন আমুডিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত এবং আটকদের বিস্তারিত-নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুরুতর আহতরা হলেন- দাউদ শিকদার (৫৫), আসাদ শিকদার (৬৫), আকুল মন্ডল (৩০), আখতারুল শেখ (৩৫), ইমরান মোল্ল্যা (২৮), শাহিনুর রহমান (৪৮), ইসলাম মোল্ল্যা (৫০), মাসুদ মোল্ল্যা (৪২), আনোয়ার হোসেন (৪৮)। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে আমুড়িয়া দক্ষিণ পাড়া এলাকায় নওশেদ মোল্লার লোকজন শাহাদাত মোল্লার লোকদের মারধোর করেন। এতে দুইজন আহত হন। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ বিকেলে আমুড়িয়া বাজার এলাকায় নওশের মোল্লা এবং শাহাদাত হোসেনের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অন্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাগুরায় অধিপত্য বিস্তারের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ০৯:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) দুপুুরে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন আমুডিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত এবং আটকদের বিস্তারিত-নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুরুতর আহতরা হলেন- দাউদ শিকদার (৫৫), আসাদ শিকদার (৬৫), আকুল মন্ডল (৩০), আখতারুল শেখ (৩৫), ইমরান মোল্ল্যা (২৮), শাহিনুর রহমান (৪৮), ইসলাম মোল্ল্যা (৫০), মাসুদ মোল্ল্যা (৪২), আনোয়ার হোসেন (৪৮)। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে আমুড়িয়া দক্ষিণ পাড়া এলাকায় নওশেদ মোল্লার লোকজন শাহাদাত মোল্লার লোকদের মারধোর করেন। এতে দুইজন আহত হন। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ বিকেলে আমুড়িয়া বাজার এলাকায় নওশের মোল্লা এবং শাহাদাত হোসেনের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অন্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।