Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাকে নিয়ে যা বললেন তারকারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘মায়ের একধার দুধের দাম/ কাটিয়া গায়ের চাম/ পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না’ গানের এসব কথার মতো সত্যি মায়ের ঋণ শোধ করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। মা নামক ছোট্ট শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করার ক্ষমতাও কারো নেই!

পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একইরকম। মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। সে হিসেবে রোরবার (১৪ মে) বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। সকাল থেকেই যার যার মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মায়ের সঙ্গে ছবি আপলোড করে নিজের ভালোবাসা ও অভিব্যক্তি প্রকাশ করছেন অনেকে। তাদের মধ্যে আছেন বিনোদন জগতের তারকারাও। চলুন, দেখে নেওয়া যাক কে কী বলছেন তার মাকে নিয়ে।


অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন গত বছর। এখন মাকে ঘিরেই তার দুনিয়া। তার লেখাতেও ফুটে উঠল সে চিত্র। নিজের ফেসবুক দেয়ালে অভিনেতা লেখেন, সময়ের পার্থক্য এটুকুই। গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।

এদিন মাকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুক পাতায় তিনি লেখেন, পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার ‘মা’। যার ডাকে আমার ঘুম ভাঙত। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভুতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।


চিত্রনায়িকা শবনম বুবলী শনিবার (১৩ মে) বিকেলে তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। একটিতে তার মায়ের সঙ্গে এবং অন্যটিতে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মাকে অগ্রিম মা দিবসের শুভেচ্ছা।

May be an image of 3 people and people smiling

মা দিবসে মাকে নিয়ে খানিকটা স্মৃতিতে ভাসলেন ছোট পর্দার অভিনেত্রী রুনা খান। ফেসবুকে তিনি লেখেন, “তার সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত, ‘তোমরা কি দুজন বোন?’ আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুণী। বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মত স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক, রুচিবোধসম্পন্ন, উদার, অপূর্ব সুন্দর মানুষ আম্মা।

May be an image of 2 people and people smiling

চিত্রনায়ক ফেরদৌস বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার শুভেচ্ছা বার্তা এরকম, ‘কী ভাগ্যবান আমি! আলহামদুলিল্লাহ। মা এবং শাশুড়ির সঙ্গে মা দিবস উপভোগ করছি। এই দুজন মা এবং পৃথিবীর সব মায়ের জন্য দোয়া করুন। দীর্ঘজীবী হোক মায়েরা।’

২০২১ সালের ডিসেম্বরে মাকে হারিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তাই প্রতি মুহূর্তে মায়ের অভাব তাকে পোড়ায়। মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এই নায়ক লিখেছেন, ‘সব সময় আমি বলি, মায়ের কোনও দিবস নেই। আমার নাই, আমি বুঝি মা না থাকার কত কষ্ট। যাদের মা আছে, তারা কোনও দিন মাকে কষ্ট দিও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা। হ্যাপি মাদারস ডে।’

May be an image of 2 people and people smiling

চিত্রনায়িকা পূজা চেরী পোস্ট করলেন মায়ের সঙ্গে আনন্দঘন মুহূর্তের তিনটি ছবি। সঙ্গে অনুভূতি প্রকাশ করলেন এভাবে, আজকে আমি যা কিছু হয়েছি, সবটাই তোমার ভালোবাসা ও যত্নের সুবাদে। মা দিবসের শুভেচ্ছা।

May be an image of 2 people

মা দিবসে মাকে নিয়ে অনুভূতির কথা জানালেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান৷ তোমায় অনেক বেশি ভালোবাসি মা।

পিয়ার ক্যারিয়ারে অনেক অবদান রয়েছে তার মায়ের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমিও এক মায়ের সন্তান। তার ভালোবাসা, আদর যত্নে বড় হয়েছি। আমার ক্যারিয়ারের যে বর্তমান অবস্থান তাতেও মায়ের অবদান অনেক। পরিবার থেকে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। টিনেজ বয়স খুবই স্পর্শকাতর। ওই সময়ে আমার মাকে ছাড়া আর কারো সাপোর্ট পাইনি। এখনো কোনো কিছু ভালো না লাগলে আমার মা আমাকে বোঝায়। জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার মায়ের নাম সুলতানা সামসুন্নাহার। আসলে, একটি দিনের ফ্রেমে মাকে বাঁধা যায় না। সব দিনে, সব খানে, মনের আয়না হয়ে আছেন মা। বিশ্ব মা দিবসে হৃদয়ের সবটুকু ভালোবাসা, শুভেচ্ছা মায়ের জন্য। ছবির মতো করেই মাকে আঁকড়ে ধরে রাখতে চাই সারা জীবন। আম্মু, তুমি ভালো থাকলেই আমাদের সবটুকু ভালো থাকা। তোমার জন্যই আমাদের অস্তিত্ব। এ জীবনের সব কৃতজ্ঞতা তোমার কাছে। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইলো অপার ভালোবাসা ও শ্রদ্ধা।

পাশাপাশি বিশ্ব মা দিবসে শাশুড়িকে স্মরণ করে গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, আমার ভালোবাসার কথা কি আপনি শুনতে পারছেন মা? আমাদের মাঝে থাকলে আপনাকেও জানাতাম বিশ্ব মা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা।

May be an image of 2 people, people smiling and headscarf

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া তার ছোটবেলা এবং বড় বেলা দুই সময়ের কয়েকটি ছবি ভাগাভাগি করেছেন অনুসারীদের সঙ্গে। আর বলেছেন, ‘মা ছাড়া জীবন অচল। নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্ত নির্জন। জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিও সহজ হয়। মাতৃ দিবসের শুভেচ্ছা। সবার সেরা আপন, তুমি আমার মা। হ্যাপি মাদারস ডে। আল্লাহ পৃথিবীর সকল মায়ের মঙ্গল করুক।’

May be an image of 2 people and people smiling
চিত্রনায়ক মামুনুন ইমন তার মায়ের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন, হ্যাপি মাদারস ডে। সব মায়ের জন্য শ্রদ্ধা।

May be an image of 4 people and text

এ বছর আলী রুপা ফাউন্ডেশন থেকে জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতির মা পূর্ণিমা পালসহ ১৬ জন মাকে মা পদকে ভূষিত করছে আলী রুপা ফাউন্ডেশন। বিষয়টি জানিয়ে উচ্ছ্বসিত জ্যোতি ফেসবুকে লেখেন, মা পদক ২০২৩’-এর জন্য তারা আমার মাকে মনোনীত ও সম্মানিত করেছে। আমি আনন্দিত ও গর্বিত এই আয়োজনে আমার মাকে খুশি দেখে। এতজন মাকে এমন একটি আয়োজনে একসাথে দেখাটাও জীবনের আশীর্বাদ! সন্তানের সাফল্য উদযাপন নিশ্চয় মায়েদেরও আনন্দিত করেছে। ধন্যবাদ জানাই আয়োজকদের।

উল্লেখ্য, ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আনা জার্ভিস নামে এক নারী। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। আজকের দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য ও পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

মাকে নিয়ে যা বললেন তারকারা

প্রকাশের সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

‘মায়ের একধার দুধের দাম/ কাটিয়া গায়ের চাম/ পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না’ গানের এসব কথার মতো সত্যি মায়ের ঋণ শোধ করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। মা নামক ছোট্ট শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করার ক্ষমতাও কারো নেই!

পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একইরকম। মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। সে হিসেবে রোরবার (১৪ মে) বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। সকাল থেকেই যার যার মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মায়ের সঙ্গে ছবি আপলোড করে নিজের ভালোবাসা ও অভিব্যক্তি প্রকাশ করছেন অনেকে। তাদের মধ্যে আছেন বিনোদন জগতের তারকারাও। চলুন, দেখে নেওয়া যাক কে কী বলছেন তার মাকে নিয়ে।


অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন গত বছর। এখন মাকে ঘিরেই তার দুনিয়া। তার লেখাতেও ফুটে উঠল সে চিত্র। নিজের ফেসবুক দেয়ালে অভিনেতা লেখেন, সময়ের পার্থক্য এটুকুই। গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।

এদিন মাকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুক পাতায় তিনি লেখেন, পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার ‘মা’। যার ডাকে আমার ঘুম ভাঙত। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভুতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।


চিত্রনায়িকা শবনম বুবলী শনিবার (১৩ মে) বিকেলে তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। একটিতে তার মায়ের সঙ্গে এবং অন্যটিতে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মাকে অগ্রিম মা দিবসের শুভেচ্ছা।

May be an image of 3 people and people smiling

মা দিবসে মাকে নিয়ে খানিকটা স্মৃতিতে ভাসলেন ছোট পর্দার অভিনেত্রী রুনা খান। ফেসবুকে তিনি লেখেন, “তার সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত, ‘তোমরা কি দুজন বোন?’ আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুণী। বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মত স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক, রুচিবোধসম্পন্ন, উদার, অপূর্ব সুন্দর মানুষ আম্মা।

May be an image of 2 people and people smiling

চিত্রনায়ক ফেরদৌস বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার শুভেচ্ছা বার্তা এরকম, ‘কী ভাগ্যবান আমি! আলহামদুলিল্লাহ। মা এবং শাশুড়ির সঙ্গে মা দিবস উপভোগ করছি। এই দুজন মা এবং পৃথিবীর সব মায়ের জন্য দোয়া করুন। দীর্ঘজীবী হোক মায়েরা।’

২০২১ সালের ডিসেম্বরে মাকে হারিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তাই প্রতি মুহূর্তে মায়ের অভাব তাকে পোড়ায়। মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এই নায়ক লিখেছেন, ‘সব সময় আমি বলি, মায়ের কোনও দিবস নেই। আমার নাই, আমি বুঝি মা না থাকার কত কষ্ট। যাদের মা আছে, তারা কোনও দিন মাকে কষ্ট দিও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা। হ্যাপি মাদারস ডে।’

May be an image of 2 people and people smiling

চিত্রনায়িকা পূজা চেরী পোস্ট করলেন মায়ের সঙ্গে আনন্দঘন মুহূর্তের তিনটি ছবি। সঙ্গে অনুভূতি প্রকাশ করলেন এভাবে, আজকে আমি যা কিছু হয়েছি, সবটাই তোমার ভালোবাসা ও যত্নের সুবাদে। মা দিবসের শুভেচ্ছা।

May be an image of 2 people

মা দিবসে মাকে নিয়ে অনুভূতির কথা জানালেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান৷ তোমায় অনেক বেশি ভালোবাসি মা।

পিয়ার ক্যারিয়ারে অনেক অবদান রয়েছে তার মায়ের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমিও এক মায়ের সন্তান। তার ভালোবাসা, আদর যত্নে বড় হয়েছি। আমার ক্যারিয়ারের যে বর্তমান অবস্থান তাতেও মায়ের অবদান অনেক। পরিবার থেকে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। টিনেজ বয়স খুবই স্পর্শকাতর। ওই সময়ে আমার মাকে ছাড়া আর কারো সাপোর্ট পাইনি। এখনো কোনো কিছু ভালো না লাগলে আমার মা আমাকে বোঝায়। জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার মায়ের নাম সুলতানা সামসুন্নাহার। আসলে, একটি দিনের ফ্রেমে মাকে বাঁধা যায় না। সব দিনে, সব খানে, মনের আয়না হয়ে আছেন মা। বিশ্ব মা দিবসে হৃদয়ের সবটুকু ভালোবাসা, শুভেচ্ছা মায়ের জন্য। ছবির মতো করেই মাকে আঁকড়ে ধরে রাখতে চাই সারা জীবন। আম্মু, তুমি ভালো থাকলেই আমাদের সবটুকু ভালো থাকা। তোমার জন্যই আমাদের অস্তিত্ব। এ জীবনের সব কৃতজ্ঞতা তোমার কাছে। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইলো অপার ভালোবাসা ও শ্রদ্ধা।

পাশাপাশি বিশ্ব মা দিবসে শাশুড়িকে স্মরণ করে গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, আমার ভালোবাসার কথা কি আপনি শুনতে পারছেন মা? আমাদের মাঝে থাকলে আপনাকেও জানাতাম বিশ্ব মা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা।

May be an image of 2 people, people smiling and headscarf

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া তার ছোটবেলা এবং বড় বেলা দুই সময়ের কয়েকটি ছবি ভাগাভাগি করেছেন অনুসারীদের সঙ্গে। আর বলেছেন, ‘মা ছাড়া জীবন অচল। নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্ত নির্জন। জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিও সহজ হয়। মাতৃ দিবসের শুভেচ্ছা। সবার সেরা আপন, তুমি আমার মা। হ্যাপি মাদারস ডে। আল্লাহ পৃথিবীর সকল মায়ের মঙ্গল করুক।’

May be an image of 2 people and people smiling
চিত্রনায়ক মামুনুন ইমন তার মায়ের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন, হ্যাপি মাদারস ডে। সব মায়ের জন্য শ্রদ্ধা।

May be an image of 4 people and text

এ বছর আলী রুপা ফাউন্ডেশন থেকে জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতির মা পূর্ণিমা পালসহ ১৬ জন মাকে মা পদকে ভূষিত করছে আলী রুপা ফাউন্ডেশন। বিষয়টি জানিয়ে উচ্ছ্বসিত জ্যোতি ফেসবুকে লেখেন, মা পদক ২০২৩’-এর জন্য তারা আমার মাকে মনোনীত ও সম্মানিত করেছে। আমি আনন্দিত ও গর্বিত এই আয়োজনে আমার মাকে খুশি দেখে। এতজন মাকে এমন একটি আয়োজনে একসাথে দেখাটাও জীবনের আশীর্বাদ! সন্তানের সাফল্য উদযাপন নিশ্চয় মায়েদেরও আনন্দিত করেছে। ধন্যবাদ জানাই আয়োজকদের।

উল্লেখ্য, ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আনা জার্ভিস নামে এক নারী। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। আজকের দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য ও পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়।