Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাওয়া ঘুরতে গিয়ে সড়কেই প্রাণ হারালেন জবি শিক্ষার্থী

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের বঙ্গবন্ধু মহাসড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার (২৫) মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন নিহত অভিজিৎয়ের বান্ধবী অনন্যা হালদার অন্তু (২৩)।

নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার রতন হাওলাদারের ছেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত অনন্যা হালদার অন্তু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অভির সহপাঠীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা ফিরছিলেন অভি। পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান অভি।

সহপাঠীরা আরও জানান, অভির সঙ্গে থাকা অনন্যা হালদার অন্তু নামের আরেক শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তু জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ কিছুক্ষণ পরে আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিকট হস্তান্তর করবে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন অভিজিৎ ও অন্তু। ঘুরা শেষে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ছিটকে পড়ে অভিজিৎ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অনন্যা হালদার অন্তু । তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।

তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

মাওয়া ঘুরতে গিয়ে সড়কেই প্রাণ হারালেন জবি শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের বঙ্গবন্ধু মহাসড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার (২৫) মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন নিহত অভিজিৎয়ের বান্ধবী অনন্যা হালদার অন্তু (২৩)।

নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার রতন হাওলাদারের ছেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত অনন্যা হালদার অন্তু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অভির সহপাঠীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা ফিরছিলেন অভি। পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান অভি।

সহপাঠীরা আরও জানান, অভির সঙ্গে থাকা অনন্যা হালদার অন্তু নামের আরেক শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তু জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ কিছুক্ষণ পরে আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিকট হস্তান্তর করবে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন অভিজিৎ ও অন্তু। ঘুরা শেষে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ছিটকে পড়ে অভিজিৎ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অনন্যা হালদার অন্তু । তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।

তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।