Dhaka বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩১৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাইলস্টোনে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২০ লাখ টাকা এককালীন এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলটসহ ৩৬ জন মারা যান। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

একটি দল নিজেরাই ভোট কিনে দুর্নীতির গল্প শোনায় : মাহাদী আমিন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার

প্রকাশের সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাইলস্টোনে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২০ লাখ টাকা এককালীন এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলটসহ ৩৬ জন মারা যান। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে।