আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মহারাষ্ট্র প্রদেশে শিবসেনা নেতার দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় স্কুটার আরোহী কাবেরী নাকভা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) ভোরে মুম্বাইয়ের ওরলি এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিএমডব্লিউ গাড়িটি একনাথ শিন্ডের দল শিবসেনার এক জ্যেষ্ঠ নেতার। গাড়িটি চালাচ্ছিলেন শিবসেনার জ্যেষ্ঠ নেতা রাজেশ শাহের ২৪ বছর বয়সী ছেলে মিহির শাহ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার ছেলেকে আটক করা হয়েছে।
প্রতিদিনের মতো রোববার ভোরে মাছ বিক্রি করতে বাজারে যাচ্ছিলেন ওরলির কলিওয়াদার বাসিন্দা কাভেরি নাকবা ও তার স্বামী প্রদিক নাকবা। তারা স্কুটারে করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বিএমডব্লিউ গাড়ি ধাক্কা দিলে দুজনেই গাড়ির বনেটে গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে নিজেকে সরিয়ে নেন প্রদিক নাকবা। কিন্তু কাভেরি পারেননি। তাকে টেনে নিয়ে ১০০ মিটার পর্যন্ত যায় গাড়ি। নিহত হন কাভেরি।
রাজেশ শাহ হচ্ছেন শিবসেনা মহরাষ্ট্রের পালঘার জেলা শাখার নেতা। ২৪ বছর বয়সী মিহির মদ্যপ ছিলেন বলে জানা গেছে। তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। তার নামে গাড়ির লাইসেন্স করা। তাকে ও গাড়ির চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।
পুলিশ বলছে, শনিবার দিবাগত রাতে জুহু এলাকার একটি বারে মদপান করেন মিহির। এরপর বাড়ি আসার পথে চালককে বলেন, নিজে গাড়ি চালাবেন। এরপর চালানোর একপর্যায়ে ওই স্কুটারে ধাক্কা লাগে। পরে সবাই ঘটনাস্থল থেকে পালায়। এমনকি আলামত মুছে ফেলারও চেষ্টা করে। কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ওই গাড়িতে নেতাও ছিলেন। তবে, পুলিশ তা নিশ্চিত করেনি।
মহারাষ্ট্রে এখন জোট গড়ে ক্ষমতায় রয়েছে শিবসেনা (শিন্ডে শিবির)। দিন কয়েক আগে পুনের রাস্তায় এক বাইক আরোহীকে ধাক্কা দেয় একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ বছরের তরুণের। অভিযুক্ত ছিলেন এনসিপি বিধায়কের ভাইপো।