Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মরিনহো আজ ম্যানইউর সুখ স্মৃতি ভুলে যাবেন

মরিনহো

কোচ হোসে মরিনহোর বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পার আজ লড়বে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। গত বছরের ২০শে নভেম্বর টটেনহ্যামের হেড কোচের দায়িত্ব নেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’। গত ডিসেম্বরে প্রথমবার শত্রুবেশে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন মরিনহো।

২০১৬’র ২৭শে মে থেকে ২০১৮’র ১৮ই ডিসেম্বর পর্যন্ত ম্যানইউর কোচ ছিলেন মরিনহো। আড়াই বছরে রেড ডেভিলদের হয়ে তার সাফল্য একবার করে উয়েফা ইউরোপা ইউরোপা লীগ ও ইংলিশ লীগ কাপ জয়। তার অধীনে প্রথম দুই মৌসুম মোটামুটি ভালো কাটলেও তৃতীয় মৌসুমে ছন্দ হারায় ম্যানইউ।

শেষতক মরিনহোও খোয়ান চাকরি। গত বছরের ২০শে নভেম্বর টটেনহ্যামের হেড কোচের দায়িত্ব নেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’।গত ডিসেম্বরে প্রথমবার শত্রুবেশে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন মরিনহো।

ওই ম্যাচে ম্যানইউর সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানায় মরিনহোকে। এ নিয়ে মরিনহো বলেন, আমি ওটা প্রত্যাশা করেছিলাম। ক্লাবটির (ম্যানইউ) সঙ্গে কখনোই আমার কোনো সমস্যা ছিল না। ভক্তরা জানতো আমি আমি যতটুকু পারি ততটুকুই দিয়েছি এ ক্লাবে। যা সম্ভব তা জিতেছি। যা সম্ভব নয় জিতিনি।

আরও পড়ুন : শচীনকন্যা কি ক্রিকেটার শুভমান গিলের প্রেমে মজেছেন?

আড়াই বছরে মরিনহোর অনেক সুখস্মৃতি রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। আজ ৯০ মিনিটের জন্য সেগুলো ভুলে যাবেন পর্তুগিজ এই কোচ। তিনি বলেন, ক্লাবটিতে চমৎকার সব মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। এখানে শুধু ভালো স্মৃতি রয়েছে আমার। যেগুলো ৯০ মিনিটের জন্য আমাকে ভুলে যেতে হবে। কারণ এই ৯০ মিনিটে ওরা জিততে চাই, আমরাও জিততে চাইবো। এটাই হলো ফুটবল।

ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে এসে ২-১ গোলের হার দেখেছিল মরিনহোর টটেনহ্যাম। ঘরের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে তারা। আজ নিশ্চিতভাবেই জয় নিয়ে ফিরতে চাইবেন মরিনহো। কিন্তু ঠাসা সূচিতে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।

৯ দিনের ব্যবধানে পঞ্চম ম্যাচ খেলতে নামছে টটেনহ্যাম। শুক্রবার মাকাবি হাইফার বিপক্ষে ইউরোপা লীগের প্লে-অফ খেলতে নামে দলটি। যে ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে ৭-২ গোলের জয়ে মূল পর্বের টিকিট কেটেছে তারা।

টটেনহ্যামের আক্রমণভাগের সেরা খেলোয়াড় সন হিউং-মিনও ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। প্রিমিয়ার লীগে ৩ ম্যাচে ৪ গোল করেছেন এই সাউথ কোরিয়ান। তবে মরিনহো জানিয়েছেন, ম্যানইউ’র বিপক্ষে বদলি হিসেবে নামতে পারেন সন। একটি করে জয়, হার ও ড্রয়ে প্রিমিয়ার লীগে অষ্টম স্থানে রয়েছে গত মৌসুমে ষষ্ঠ হওয়া টটেনহ্যাম।

অন্যদিকে ২ ম্যাচে একটি করে জয় হারে ১৪তম স্থানে ম্যানইউ। বৃহস্পতিবার লীগ কাপের শেষ ষোলোতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যাবলিয়নের মাঠে ৩-০ গোলের জয় কুড়ায় কোচ ওলে গানার সুলশারের দল। দু’দিন বিশ্রাম নিয়ে মাঠে নামছে গত মৌসুমে তৃতীয় স্থান অধিকার করা ম্যানইউ। বড় চোট সমস্যাও নেই স্কোয়াডে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজে উঠতে বাঁশের সাঁকোই ভরসা, ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়রা ও শিক্ষার্থীরা

মরিনহো আজ ম্যানইউর সুখ স্মৃতি ভুলে যাবেন

প্রকাশের সময় : ১২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

কোচ হোসে মরিনহোর বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পার আজ লড়বে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। গত বছরের ২০শে নভেম্বর টটেনহ্যামের হেড কোচের দায়িত্ব নেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’। গত ডিসেম্বরে প্রথমবার শত্রুবেশে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন মরিনহো।

২০১৬’র ২৭শে মে থেকে ২০১৮’র ১৮ই ডিসেম্বর পর্যন্ত ম্যানইউর কোচ ছিলেন মরিনহো। আড়াই বছরে রেড ডেভিলদের হয়ে তার সাফল্য একবার করে উয়েফা ইউরোপা ইউরোপা লীগ ও ইংলিশ লীগ কাপ জয়। তার অধীনে প্রথম দুই মৌসুম মোটামুটি ভালো কাটলেও তৃতীয় মৌসুমে ছন্দ হারায় ম্যানইউ।

শেষতক মরিনহোও খোয়ান চাকরি। গত বছরের ২০শে নভেম্বর টটেনহ্যামের হেড কোচের দায়িত্ব নেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’।গত ডিসেম্বরে প্রথমবার শত্রুবেশে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন মরিনহো।

ওই ম্যাচে ম্যানইউর সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানায় মরিনহোকে। এ নিয়ে মরিনহো বলেন, আমি ওটা প্রত্যাশা করেছিলাম। ক্লাবটির (ম্যানইউ) সঙ্গে কখনোই আমার কোনো সমস্যা ছিল না। ভক্তরা জানতো আমি আমি যতটুকু পারি ততটুকুই দিয়েছি এ ক্লাবে। যা সম্ভব তা জিতেছি। যা সম্ভব নয় জিতিনি।

আরও পড়ুন : শচীনকন্যা কি ক্রিকেটার শুভমান গিলের প্রেমে মজেছেন?

আড়াই বছরে মরিনহোর অনেক সুখস্মৃতি রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। আজ ৯০ মিনিটের জন্য সেগুলো ভুলে যাবেন পর্তুগিজ এই কোচ। তিনি বলেন, ক্লাবটিতে চমৎকার সব মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। এখানে শুধু ভালো স্মৃতি রয়েছে আমার। যেগুলো ৯০ মিনিটের জন্য আমাকে ভুলে যেতে হবে। কারণ এই ৯০ মিনিটে ওরা জিততে চাই, আমরাও জিততে চাইবো। এটাই হলো ফুটবল।

ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে এসে ২-১ গোলের হার দেখেছিল মরিনহোর টটেনহ্যাম। ঘরের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে তারা। আজ নিশ্চিতভাবেই জয় নিয়ে ফিরতে চাইবেন মরিনহো। কিন্তু ঠাসা সূচিতে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।

৯ দিনের ব্যবধানে পঞ্চম ম্যাচ খেলতে নামছে টটেনহ্যাম। শুক্রবার মাকাবি হাইফার বিপক্ষে ইউরোপা লীগের প্লে-অফ খেলতে নামে দলটি। যে ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে ৭-২ গোলের জয়ে মূল পর্বের টিকিট কেটেছে তারা।

টটেনহ্যামের আক্রমণভাগের সেরা খেলোয়াড় সন হিউং-মিনও ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। প্রিমিয়ার লীগে ৩ ম্যাচে ৪ গোল করেছেন এই সাউথ কোরিয়ান। তবে মরিনহো জানিয়েছেন, ম্যানইউ’র বিপক্ষে বদলি হিসেবে নামতে পারেন সন। একটি করে জয়, হার ও ড্রয়ে প্রিমিয়ার লীগে অষ্টম স্থানে রয়েছে গত মৌসুমে ষষ্ঠ হওয়া টটেনহ্যাম।

অন্যদিকে ২ ম্যাচে একটি করে জয় হারে ১৪তম স্থানে ম্যানইউ। বৃহস্পতিবার লীগ কাপের শেষ ষোলোতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যাবলিয়নের মাঠে ৩-০ গোলের জয় কুড়ায় কোচ ওলে গানার সুলশারের দল। দু’দিন বিশ্রাম নিয়ে মাঠে নামছে গত মৌসুমে তৃতীয় স্থান অধিকার করা ম্যানইউ। বড় চোট সমস্যাও নেই স্কোয়াডে।