Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মরক্কোতে সেরার স্বীকৃতি পেলেন বাংলাদেশের মৌ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ।

মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। মোট ৭টি ক্যাটাগরি ছিল দেওয়া হয় পুরস্কার।

এতে বেস্ট কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছে ইতালি, বেস্ট সিনোগ্রাফি ইতালি, বেস্ট ফিমেল অ্যাক্টর যৌথভাবে মরোক্কো বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ (মৌসুমী মৌ ও মরোক্কো সামিয়া এলয়াসুলি) , বেস্ট ডিরেক্টর জার্মানি, বেস্ট স্ক্রিপ্ট রাইটার মরোক্কো দ্য স্পেশাল প্রাইস অব জুরি।

‘অস্বীকৃতি’ রচনা ও নির্দেশনায় আছেন শাহরিয়ার শাওন। অভিনয় করেছেন মৌসুমী মৌ, মো. মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান।

মৌয়ের হাতে সেরা পারফরমারের পুরস্কার তুলে দেওয়ার সময় পাশে ছিলেন বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।

মরক্কো থেকে মেহেদী হাসান সোহান জানান, আমরা আমাদের সেরা পারফরম্যান্স টাই করার চেষ্টা করেছি। মনে মনে আশাও ছিলো কোনো একটা পুরস্কার পাবো। আর যখন বেস্ট ফিমেল পারফরমার নমিনী ঘোষণা করলো তখন মৌসুমি আপুর নাম শুনে এত আনন্দ লাগতেছিল যা বলো বোঝানো যাবে না। অবশেষে যখন বেস্ট ফিমেল পারফরমার আমাদের তখন পুরা অডিটোরিয়াম জুড়ে বাংলাদেশ-বাংলাদেশ রব। আমাদের প্রশংসা করেছে সবাই। এই আমাদের অনেক বড় একটি অর্জন। এই অর্জন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের, পুরো বাংলাদেশের।

বৃহস্পতিবার ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা’ এবং ‘অতঃপর, সুবোধ পালাবে না আর’-চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি পরিবেশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। মাইম অ্যাকশন ও মূকাভিনয়ের একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে পরিবেশিত হয়েছে প্রযোজনাটি। ২৪ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব শেষ হয় শনিবার (২৯ জুলাই)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

মরক্কোতে সেরার স্বীকৃতি পেলেন বাংলাদেশের মৌ

প্রকাশের সময় : ১১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ।

মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। মোট ৭টি ক্যাটাগরি ছিল দেওয়া হয় পুরস্কার।

এতে বেস্ট কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছে ইতালি, বেস্ট সিনোগ্রাফি ইতালি, বেস্ট ফিমেল অ্যাক্টর যৌথভাবে মরোক্কো বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ (মৌসুমী মৌ ও মরোক্কো সামিয়া এলয়াসুলি) , বেস্ট ডিরেক্টর জার্মানি, বেস্ট স্ক্রিপ্ট রাইটার মরোক্কো দ্য স্পেশাল প্রাইস অব জুরি।

‘অস্বীকৃতি’ রচনা ও নির্দেশনায় আছেন শাহরিয়ার শাওন। অভিনয় করেছেন মৌসুমী মৌ, মো. মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান।

মৌয়ের হাতে সেরা পারফরমারের পুরস্কার তুলে দেওয়ার সময় পাশে ছিলেন বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।

মরক্কো থেকে মেহেদী হাসান সোহান জানান, আমরা আমাদের সেরা পারফরম্যান্স টাই করার চেষ্টা করেছি। মনে মনে আশাও ছিলো কোনো একটা পুরস্কার পাবো। আর যখন বেস্ট ফিমেল পারফরমার নমিনী ঘোষণা করলো তখন মৌসুমি আপুর নাম শুনে এত আনন্দ লাগতেছিল যা বলো বোঝানো যাবে না। অবশেষে যখন বেস্ট ফিমেল পারফরমার আমাদের তখন পুরা অডিটোরিয়াম জুড়ে বাংলাদেশ-বাংলাদেশ রব। আমাদের প্রশংসা করেছে সবাই। এই আমাদের অনেক বড় একটি অর্জন। এই অর্জন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের, পুরো বাংলাদেশের।

বৃহস্পতিবার ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা’ এবং ‘অতঃপর, সুবোধ পালাবে না আর’-চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি পরিবেশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। মাইম অ্যাকশন ও মূকাভিনয়ের একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে পরিবেশিত হয়েছে প্রযোজনাটি। ২৪ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব শেষ হয় শনিবার (২৯ জুলাই)।