Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৯ : নির্বাচনের দিনের সহিংসতায় আহত আ.লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ-৯ আসনে কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫৫) মারা গেছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুল জলিল নান্দাইল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

জান যায়, ৭ জানুয়ারি শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইমাম হোসেন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের আবুল কালাম, শামীম ফকির, তাজুল ইসলাম, কালাম, পাচঁরুখী গ্রামের আলী আজগর রিয়াদসহ একদল ঈগল সমর্থক আব্দুল জলিলকে মারধর করেন। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত যান। রক্তাক্ত অবস্থায় জলিলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মারামারির ঘটনায় আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জানুয়ারি নান্দাইল মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি আবুল কালাম, সেলিম রানা ও রোকন উদ্দিনকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, মারামারির ধারায় মামলাটি হলেও এখন হত্যা মামলার ধারা যুক্ত করতে আদালতে প্রতিবেদন দেওয়া হচ্ছে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, কেন্দ্র দখলকে কেন্দ্র করে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকদের হামলায় আব্দুল জলিল গুরুতর আহত হন। রোববার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আব্দুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, শুনেছি ভোটের দিনের মারামারিতে আহত আব্দুল জলিল মারা গেছেন। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি মামলা হলে তিনজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন জেলহাজতে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

ময়মনসিংহ-৯ : নির্বাচনের দিনের সহিংসতায় আহত আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ-৯ আসনে কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫৫) মারা গেছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুল জলিল নান্দাইল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

জান যায়, ৭ জানুয়ারি শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইমাম হোসেন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের আবুল কালাম, শামীম ফকির, তাজুল ইসলাম, কালাম, পাচঁরুখী গ্রামের আলী আজগর রিয়াদসহ একদল ঈগল সমর্থক আব্দুল জলিলকে মারধর করেন। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত যান। রক্তাক্ত অবস্থায় জলিলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মারামারির ঘটনায় আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জানুয়ারি নান্দাইল মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি আবুল কালাম, সেলিম রানা ও রোকন উদ্দিনকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, মারামারির ধারায় মামলাটি হলেও এখন হত্যা মামলার ধারা যুক্ত করতে আদালতে প্রতিবেদন দেওয়া হচ্ছে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, কেন্দ্র দখলকে কেন্দ্র করে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকদের হামলায় আব্দুল জলিল গুরুতর আহত হন। রোববার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আব্দুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, শুনেছি ভোটের দিনের মারামারিতে আহত আব্দুল জলিল মারা গেছেন। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি মামলা হলে তিনজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন জেলহাজতে রয়েছে।