ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় যুবদল-ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, মিরপুর, পল্লবী ও হালুয়াঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের আবু সাইদের ছেলে ও জেলা য্বুদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম (৩৭), গড়াবের গ্রামের মোর্শিদ মির্জার ছেলে ও গফরগাঁও সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম (২৪), মৃত মিরাজ উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান নয়ন (৩৪) এবং সোহরাব উদ্দিনের ছেলে ও যুবদলের সদস্য ইলিয়াস মিয়া (২৮)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ৬ জানুয়ারি ভোররাত ৪টার দিকে গফরগাঁও সদর ইউনিয়নের ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভোট কেন্দ্র) চারটি কক্ষে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করে এবং শ্রেণীকক্ষে রক্ষিত চেয়ার, টেবিল, বেঞ্চ ও অন্যান্য মালামাল পুঁড়িয়ে এক লক্ষ টাকার ক্ষতি করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান খান অজ্ঞাতনামাদের আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।
পরে দুষ্কৃতিকারীদের চিন্হিত করে রাজধানীর উত্তরা, মিরপুর, পল্লবী ও হালুয়াঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক তারা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে অপর আসামি আলীম (৩৩) নামে একজনকে গ্রেফতার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।