Dhaka বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ১৬ টিকিটসহ রেলকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে আগাম টিকিট কেটে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ টিকিট জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় ১০ বছর ধরে স্টুয়ার্ট হিসেবে কর্মরত মানিক মিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি আগাম টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করেন। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৬টি আসনের চারটি টিকিট জব্দ করে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কেটে রাখতেন। বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিজের সংরক্ষণে রেখে সেই তথ্য ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করা হতো। পরে টিকিটগুলো যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি। বিকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে ১৬ টিকিটসহ রেলকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে আগাম টিকিট কেটে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ টিকিট জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় ১০ বছর ধরে স্টুয়ার্ট হিসেবে কর্মরত মানিক মিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি আগাম টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করেন। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৬টি আসনের চারটি টিকিট জব্দ করে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কেটে রাখতেন। বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিজের সংরক্ষণে রেখে সেই তথ্য ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করা হতো। পরে টিকিটগুলো যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি। বিকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।