ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের অত্যন্ত ব্যস্ততম শিবগঞ্জ লেভেলক্রসিং যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ৪-৫টি করে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত গাড়ি, মোটরসাইকেল ক্রসিং পার হওয়ার সময় উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটার আশঙ্কা রয়েছে। কারণ ক্রসিংয়ের দুইপাশে সড়কে বড় দুটি খানাখন্দ বৃষ্টির পানিতে ভরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জরুরিভিত্তিতে ক্রসিং সংলগ্ন স্থানটি মেরামতের দাবি জানিয়েছেন।
জানা যায়, গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ লেভেলক্রসিংটি পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রতিদিন হাজারো যানবাহন এই ক্রসিং পারাপার করে। পাশের ভালুকা উপজেলা থেকে গফরগাঁও পৌর শহরে প্রবেশ ও নান্দাইল-ঈশ্বরগঞ্জগামী যানবাহন চলাচলের পথ এটি।
কিন্তু বেশ কিছুদিন ধরে ক্রসিংয়ের দুইপাশের সড়কে বিশাল দুটি গর্ত সৃষ্টি হয়েছে। গর্ত দুটি বৃষ্টির পানিতে পুকুরের মতো হয়ে ওঠেছে। ফলে যানবাহন চলাচলের সময় প্রায়ই উল্টে দুর্ঘটনার শিকার হয়।
লেভেলক্রসিং সংলগ্ন স্থানীয় ব্যবসায়ী এমএ হাসান বলেন, চোখের সামনে দেখি এখানে প্রতিদিন গাড়ি উল্টে বহু যাত্রী আহত হন। প্রশাসনের বড় কর্তারাও তো এই ক্রসিং পার হয়ে চলাচল করেন। কিন্তু তারা তো কোনো প্রতিকারের উদ্যোগ নেন না। জরুরিভিত্তিতে স্থানটি সংস্কার করা উচিত।
গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। বরাদ্দ না পাওয়ায় আমাদের কিছু করার নেই। তবে যেহেতু ক্রসিংটি পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তাই পৌর কর্তৃপক্ষের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত।
গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, শিবগঞ্জ লেভেলক্রসিংয়ের শোচনীয় অবস্থার কথা শুনে আমি পরিদর্শন করেছি। এখানে প্রায়ই যানবাহন উল্টে লোকজন আহত হন। কিন্তু সংস্কারের বিষয়টি আমাদের হাতে নেই।
গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় লোকজন পৌর কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে বিষয়টি পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সঙ্গে কথা বলে সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।