Dhaka বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুরা তানাস ও তার ভাই আনাস আহনাক। আহতরা হলেন নিহতদের বাবা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চির শিমুলচরা গ্রামে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী সড়ক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যায়। এ সময় আহত হয় তাদের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। আহত আরেক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ওসি ওয়াজেদ আলী বলেন, বাসটি জব্দ করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় দূতকে তলব, হাসিনার কথা বলা বন্ধ রাখার আহ্বান ঢাকার

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুরা তানাস ও তার ভাই আনাস আহনাক। আহতরা হলেন নিহতদের বাবা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চির শিমুলচরা গ্রামে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী সড়ক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যায়। এ সময় আহত হয় তাদের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। আহত আরেক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ওসি ওয়াজেদ আলী বলেন, বাসটি জব্দ করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।