ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ সদর উপজেলায় বালুবাহী ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে।
ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-কিশোরগঞ্জের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় ময়মনসিংহগামী শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ময়মনসিংহ সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।