ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে সংস্কার কাজে রেললাইনে বাঁশের খুঁটি-কলাগাছ-বালুর বস্তা ব্যবহার করা হয়েছে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভৈরব-ময়মনসিংহ রেলাইনের ৭৫ কিলোমিটার অংশের নান্দাইল উপজেলার শুভখিলা নামক স্থানে এমন ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, রেললাইনের পাশে বেশ কিছু অংশ মাটিবিহীন হয়ে রেলে দেয়া পাথর সরে যায়। এতে দ্রুত বেগে রেল গেলে ওই স্থানে বিকট শব্দ ছাড়াও ট্রেন উপর নিচু হয়ে যেতে থাকে। এতে ওই সময় ট্রেনের ভিতরে যাত্রী ছাড়াও বাহিরে থাকা লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে ওই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে রক্ষণাবেক্ষণের অভাব ছাড়াও মানবসৃষ্ট ত্রুটির কারণে দিনদিনই রেললাইনটি মারাত্বক ঝুঁকিতে রূপ নেয়।
এ অবস্থায় স্থানীয়রা পাশেই আঠাবাড়ি রেলস্টেশনে ঘটনাটি অবহিত করলে দীর্ঘদিন পরে স্থানীয় রেলওয়ের তত্ত্বাবধানে ওই স্থানের রেললাইনের নিচু অংশের দুই পাশে প্লাস্টিকের বস্তায় বালু ভরে তা নিচু জায়গায় ফেলা হয়। পরে সেখানে বস্তাগুলি আটকে রাখতে কলাগাছ ফেলে তাতে গাছের ডাল পুঁতে আটকে রাখার চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানায়, প্রথম দিনেই দ্রুতগামী বিজয় এক্সপ্রেসের চলাচলে বিকট শব্দ অব্যাহত থাকে। বিশেষ করে রেললাইনকে ধরে রাখার জন্য পাথর ও ব্যালস্ট দিয়ে আটকানোর কথা থাকলেও তা না করে কলাগাছ ও বালুর বস্তা দিয়ে এ ধরনের সংস্কার কাজকে ব্যাপক অনিয়ম ও খামখেয়ালিপনা বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, কলাগাছ দিয়ে সংস্কার কাজ এটা হওয়ার কথা না। তিনি বিষয়টি বিশ্বাস করতে না পেরে প্রতিনিধিকে অনুরোধ করে তার ওয়াটসঅ্যাপে ওই স্থানের ছবি পাঠানোর জন্য। পরে তা দেখে তিনি ফের বলেন, এভাবে সংস্কারের কথা না। এটা যারা করেছে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ওই স্থানে মাটি সরে যাওয়ার কারণ হিসাবে স্থানীয় বসবাসকারী লোকজনকে দায়ী করেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 






















