Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলেনা আক্তার (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত হেলেনা বেগম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

তিনি জানান, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তিনি আরো জানান, বতর্মানে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুইজন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলেনা আক্তার (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত হেলেনা বেগম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

তিনি জানান, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তিনি আরো জানান, বতর্মানে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুইজন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।