Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে গভীর রাতে র‌্যাবের অভিযানে আরসার ৪ সদস্য আটক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ নগরীতে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

রোববার (১৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়স্থ গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

ভবনের অন্যান্য বাসিন্দারা জানান, আটকদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুটি শিশুও রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা কয়েকদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

তবে এ বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য। এ সময় অভিযানিক দলটির বেশিরভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানকালে আটকদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আফতাবনগর-বনশ্রী সংযোগে নির্মাণ হবে দুই সেতু : ডিএনসিসি প্রশাসক

ময়মনসিংহে গভীর রাতে র‌্যাবের অভিযানে আরসার ৪ সদস্য আটক

প্রকাশের সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ নগরীতে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

রোববার (১৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়স্থ গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

ভবনের অন্যান্য বাসিন্দারা জানান, আটকদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুটি শিশুও রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা কয়েকদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

তবে এ বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য। এ সময় অভিযানিক দলটির বেশিরভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানকালে আটকদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।