Dhaka শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির শীর্ষ চার নেতা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।

এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।

আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচন করবেন তাসনিম জারা

মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির শীর্ষ চার নেতা

প্রকাশের সময় : ০৭:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।

এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।

আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।