নিজস্ব প্রতিবেদক :
মধ্যবর্তী নির্বাচন নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীতে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজখবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচনের দাবি করেনি। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।
ড. মঈন খান বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তা হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে ।
তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
মঈন খান বলেন, বিএনপি হতাশ হলে সরকারের ভয় কোথায়? সরকার প্রতিদিন বিরোধী দল নিয়ে কথা বলে কারণ তারা জানে তাদের পায়ের তলায় মাটি নেই। বিএনপির লোকেরা শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভোটে অংশ নেয়নি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকারের ওপর জনগণের আস্থা নেই।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক ছাড়া নির্বাচন করার সিদ্ধান্তের সমালোচনা করে মঈন খান বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। নির্বাচন কি অবস্থায় আছে তা নতুন করে ব্যাখ্যার দরকার নাই। বিশ্বের এমন কোন মিডিয়া নেই যারা বলেনি ২৮ অক্টোবর বিএনপির ওপর ক্র্যাকডাউন হয়েছে। সরকার একদিন বলে সংলাপ করবে আরেকদিন অন্য কথা বলে। সরকারকে মনস্থির করতে হবে তারা সত্যিকারের স্বাধীনতার পক্ষের শক্তি কিনা। যদি এমনটা হয় তাহলে গণতন্ত্রের ওপর তাদের আস্থা রাখতে হবে, জনগণের অধিকারের ওপর আস্থা রাখতে হবে।
এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।