Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মত্ত সহযাত্রীর হাতে থাপ্পড় খেলেন বিমানের কর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক : 

সহযাত্রীর গায়ে প্রস্রাব থেকে শুরু করে কেবিন ক্রুকে মারধর এয়ার ইন্ডিয়ার বিমানে কয়েকমাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। কোনও ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনও ক্ষেত্রে আবার শুধু ক্ষমা চাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন। যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, এবারও মাঝআকাশে মত্ত ছিলেন ওই যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল ফ্লাইটটি। সেখানেই এই কাণ্ড ঘটে। অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। মাঝআকাশেই কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে। তিনিও সিডনিতে একটি কাজ এরেই দেশে ফিরছিলেন। যদিও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঘটনার কথা ডিজিসিএ-কে জানানো হয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দীপ বর্মা এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাই সেখানেই একটি কাজ সেরে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তার সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাঁধে। এক কথা, দু’কথা হতে হতেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই সন্দীপ বর্মাকে কষিয়ে থাপ্পড় মারেন। তারপর তার মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ওই কর্তা আর কথা না বাড়িয়ে বিমানের অন্য দিকে চলে যান।

কিন্তু এয়ার হোস্টেসরা যাত্রীকে কিছুতেই সামলাতে পারছিলেন না। শেষে বিজনেস ক্লাস থেকে কয়েকজন পুরুষ কেবিন ক্রুকে ডেকে আনা হয়। তারাই বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন ওই অভিযুক্ত ব্যক্তিকে।

এরপর বিমান দিল্লিতে নামতেই ওই যুবককে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে ক্ষমা চান। তবে ডিজিসিএকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়াও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

মত্ত সহযাত্রীর হাতে থাপ্পড় খেলেন বিমানের কর্মকর্তা!

প্রকাশের সময় : ০১:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সহযাত্রীর গায়ে প্রস্রাব থেকে শুরু করে কেবিন ক্রুকে মারধর এয়ার ইন্ডিয়ার বিমানে কয়েকমাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। কোনও ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনও ক্ষেত্রে আবার শুধু ক্ষমা চাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন। যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, এবারও মাঝআকাশে মত্ত ছিলেন ওই যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল ফ্লাইটটি। সেখানেই এই কাণ্ড ঘটে। অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। মাঝআকাশেই কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে। তিনিও সিডনিতে একটি কাজ এরেই দেশে ফিরছিলেন। যদিও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঘটনার কথা ডিজিসিএ-কে জানানো হয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দীপ বর্মা এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাই সেখানেই একটি কাজ সেরে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তার সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাঁধে। এক কথা, দু’কথা হতে হতেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই সন্দীপ বর্মাকে কষিয়ে থাপ্পড় মারেন। তারপর তার মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ওই কর্তা আর কথা না বাড়িয়ে বিমানের অন্য দিকে চলে যান।

কিন্তু এয়ার হোস্টেসরা যাত্রীকে কিছুতেই সামলাতে পারছিলেন না। শেষে বিজনেস ক্লাস থেকে কয়েকজন পুরুষ কেবিন ক্রুকে ডেকে আনা হয়। তারাই বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন ওই অভিযুক্ত ব্যক্তিকে।

এরপর বিমান দিল্লিতে নামতেই ওই যুবককে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে ক্ষমা চান। তবে ডিজিসিএকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়াও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।