নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা আশপাশের লোক থেকে জানতে পারি, ওই ব্যক্তি গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এসময় খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তার নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 























