নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আগুন লাগা বাসটি কোন পরিবহনের সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।