Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদের দিকে যাওয়া যাবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদের দিকে যাওয়া যাবে না।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চেয়েছে, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সকল প্রত্যাশাই যে পূরণ করতে পারবো সে নিশ্চয়তা কারো পক্ষেই সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো।

তারেক রহমান বলেন, বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু, আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় গেছেন জানিয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব।

উপস্থিত এক নারী সাংবাদিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন। সে বিষয়ে তারেক রহমান বলেন, শুধু নারী নয়; নারী–পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। কিন্তু ঘটনা ঘটছে—কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত।

তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে; অবশ্যই আমরা ৫ অগাস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা; একই সাথে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা; আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ অগাস্টের একটি ঘটনা। কাজেই আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে—আসলে ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদের দিকে যাওয়া যাবে না : তারেক রহমান

প্রকাশের সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদের দিকে যাওয়া যাবে না।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চেয়েছে, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সকল প্রত্যাশাই যে পূরণ করতে পারবো সে নিশ্চয়তা কারো পক্ষেই সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো।

তারেক রহমান বলেন, বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু, আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় গেছেন জানিয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব।

উপস্থিত এক নারী সাংবাদিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন। সে বিষয়ে তারেক রহমান বলেন, শুধু নারী নয়; নারী–পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। কিন্তু ঘটনা ঘটছে—কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত।

তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে; অবশ্যই আমরা ৫ অগাস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা; একই সাথে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা; আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ অগাস্টের একটি ঘটনা। কাজেই আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে—আসলে ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের।