নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসা শেষে দুই মাস নয় দিন পর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
প্রায় ২ মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাংলাদেশ বিমানযোগে ঢাকা বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।
গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা দেওয়া হয় তাকে।
এর আগে, ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন।
এদিকে গত ২ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এখনও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।