Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বয়লার বিস্ফোরণে যুবক নিহত

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বয়লার বিস্ফোরণে মো. আল আমিন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আল আমিন মাঝি ওই এলাকার মো. আব্দুল জলিল মাঝির ছেলে। এ ঘটনায় মো. ফিরোজ নামে আরও একজন আহত হয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে আলামিনের নেতৃত্বে ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। এরপরই হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। এছাড়া ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।

চরফ্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি দুর্ঘটনা।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

ভোলায় বয়লার বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশের সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বয়লার বিস্ফোরণে মো. আল আমিন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আল আমিন মাঝি ওই এলাকার মো. আব্দুল জলিল মাঝির ছেলে। এ ঘটনায় মো. ফিরোজ নামে আরও একজন আহত হয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে আলামিনের নেতৃত্বে ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। এরপরই হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। এছাড়া ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।

চরফ্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি দুর্ঘটনা।