নিজস্ব প্রতিবেদক :
ভোমরা স্থলবন্দরের দেড় কিলোমিটার সংযোগ সড়ক ১০ বছরেও সংস্কার হয়নি। জনপ্রতিনিধির অবহেলায় সড়কটি সংস্কার হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। আর এলজিইডি বলছে, প্রকল্প পাস হলেই শুরু হবে সংস্কার কার্যক্রম।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার সাতক্ষীরা টু ভোমরা মেইন রোডের সঙ্গে সংযুক্ত ভোমরা বিজেপি ক্যাম্প-এর সামনে থেকে ভোমরা পুরাতন হাটখোলা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। সাতক্ষীরা-ভোমরা মেইন রোডে যাওয়ার অন্য আরেকটি রাস্তার ৭০০ মিটারের অবস্থাও অত্যন্ত খারাপ। ফলে এসব সড়কের পাশে বসবাসকারীসহ বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী এবং পাসপোর্ট যাত্রীরাও পড়ছেন চরম ভোগান্তিতে।
অনেক আগে থেকেই কোনো অ্যাম্বুলেন্স এ সড়কে প্রবেশ করতে পারত না। বর্তমানে ভ্যানও চলাচল করতে পারছে না। অল্প বৃষ্টি হলেই ছোট ছোট ছেলেমেয়ে স্কুলে যেতে পারে না । মুসল্লিরা যেতে পারেন না মসজিদে।
এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রী দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন, কিন্তু স্থানীয় প্রতিনিধির অবহেলার কারণে ভোমরা স্থলবন্দরের এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি।
ব্যবসায়ীরা বলেন, সরকার এই বন্দর থেকে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে, কিন্তু এই বন্দর এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি।
এলজিইডির সদর উপজেলা ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী সরদার বলেন, উন্নয়ন প্রকল্পের আওতায় এবার সাতক্ষীরাকে তালিকাভুক্ত করা হয়েছে। পাস হলেই কার্যক্রম শুরু হবে।