Dhaka সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট চুরির নির্বাচন করলে এবার প্লেনে উঠতে পারবেন না : পার্থ

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক : 

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনও দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি। সুতরাং, আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমি বলব না যে আমাদের উন্নয়ন হয়নি। তবে আমরা যে পরিমাণ উন্নয়নের আশা করেছিলাম সে উন্নয়নে আমরা পৌঁছতে পারিনি। এর সবচেয়ে বড় কারণ আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। রাজনীতিবিমুখ হয়ে গেছে। সিস্টেম ভেঙে গেছে। এখন এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে এখন একটা বড় কাজ হলে ভালো মানুষগুলোকে রাজনীতিতে আবার ফেরত আনা। বাংলাদেশ জাতীয় পার্টি সে কাজটি শুরু করে দিয়েছে। আমরাই এই ভালো মানুষগুলোকে রাজনীতি আবার ফেরত আনব। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সামনের দিনে আওয়ামী লীগ, বিএনপির পরে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির অবস্থান হবে।’

আন্দালিব রহমান পার্থ বলেন, ২০১৪ ও ১৮ সালে কী নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি। এটা প্রমাণ হয়েছে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে আর নির্বাচন না হওয়ার দাবি শুধু কোনো দলের নয়। এটি এখন সারা বাংলাদেশের জনগণের দাবি। জনগণ যেকোনো দলেরই দলীয় সরকারের অধীনে নির্বাচনকে বয়কট করবে। গুলশানে চট্টগ্রামে এটা প্রমাণ হয়ে গেছে। মানুষ এখন আর ভোট দিতে যায় না। ভোট দিতে যাবে ও না।

তিনি বলেন, আমি সরকারকে বলতে চাই, এখনো সময় আছে। আপনারা দাবি মেনে নিয়ে সংলাপে বসেন। নইলে শুধু আপনাদেরই ক্ষতি হবে না, সারা বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। আর এই ক্ষতি সারা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। ফলে তারা আপনাদেরকেও কখনো ক্ষমা করবে না। সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন।

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া বিজেপি এবং দলটির অঙ্গ-সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আড়াই বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী

ভোট চুরির নির্বাচন করলে এবার প্লেনে উঠতে পারবেন না : পার্থ

প্রকাশের সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনও দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি। সুতরাং, আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমি বলব না যে আমাদের উন্নয়ন হয়নি। তবে আমরা যে পরিমাণ উন্নয়নের আশা করেছিলাম সে উন্নয়নে আমরা পৌঁছতে পারিনি। এর সবচেয়ে বড় কারণ আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। রাজনীতিবিমুখ হয়ে গেছে। সিস্টেম ভেঙে গেছে। এখন এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে এখন একটা বড় কাজ হলে ভালো মানুষগুলোকে রাজনীতিতে আবার ফেরত আনা। বাংলাদেশ জাতীয় পার্টি সে কাজটি শুরু করে দিয়েছে। আমরাই এই ভালো মানুষগুলোকে রাজনীতি আবার ফেরত আনব। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সামনের দিনে আওয়ামী লীগ, বিএনপির পরে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির অবস্থান হবে।’

আন্দালিব রহমান পার্থ বলেন, ২০১৪ ও ১৮ সালে কী নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি। এটা প্রমাণ হয়েছে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে আর নির্বাচন না হওয়ার দাবি শুধু কোনো দলের নয়। এটি এখন সারা বাংলাদেশের জনগণের দাবি। জনগণ যেকোনো দলেরই দলীয় সরকারের অধীনে নির্বাচনকে বয়কট করবে। গুলশানে চট্টগ্রামে এটা প্রমাণ হয়ে গেছে। মানুষ এখন আর ভোট দিতে যায় না। ভোট দিতে যাবে ও না।

তিনি বলেন, আমি সরকারকে বলতে চাই, এখনো সময় আছে। আপনারা দাবি মেনে নিয়ে সংলাপে বসেন। নইলে শুধু আপনাদেরই ক্ষতি হবে না, সারা বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। আর এই ক্ষতি সারা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। ফলে তারা আপনাদেরকেও কখনো ক্ষমা করবে না। সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন।

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া বিজেপি এবং দলটির অঙ্গ-সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন।