Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে সিএনজিচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি কার্ভাডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কার্ভাডভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে। ওই সময় অটোরিকশাটি দুই কার্ভাডভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর কার্ভাডভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত কার্ভাডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

ভৈরবে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

প্রকাশের সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে সিএনজিচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি কার্ভাডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কার্ভাডভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে। ওই সময় অটোরিকশাটি দুই কার্ভাডভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর কার্ভাডভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত কার্ভাডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।