Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তারকায় ঠাসা আক্রমণ ভাগ নিয়ে জ্বলে উঠতে পারল না ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনরা কেবল আধিপত্যই দেখালেন, ফিনিশিংটা হলো না নিজেদের মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট পিস থেকে পাওয়া গোলে ম্যাচে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু সেই গোল আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে ব্রাজিলের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি জয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ৫০ মিনিটে নেইমারে এসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয় গাব্রিয়েল। কিন্ত ৮৫ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ভেনেজুয়েলাকে সমতায় ফেরায় ভেলো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন দুই দল।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। এদিন ৭১ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল শট নেয় ১৫টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ২৯ শতাংশ বলের দখল রেখে ৯ শট নেওয়া ভেনেজুয়েলার লক্ষ্যে বল ছিল ২টি। কিন্তু পরিসংখ্যানের এই ব্যবধান ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ব্রাজিলের ফিনিশিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ঠিকই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ভেনেজুয়েলা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় ব্রাজিল। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। ভিনিসিয়ুস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে প্রথমার্ধে, শুধু গোলটাই পায়নি তারা।

তবে দ্বিতীয় হাফের শুরুতেই প্রত্যাশিত গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে গোল করেন সেলেসাওরা। নেইমারের নেওয়া কর্নার মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। এর পর আবারও আক্রমণের পসরা সাজিয়ে বসে ব্রাজিল। তবে গোলের দেখা পাচ্ছিল না। একসময় মনে হচ্ছিল এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে ব্রাজিল।

তবে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে দেয় ভেনিজুয়েলার হয়ে বদলি হিসেবে নামা এডুয়ার্ড বেল্লো। ম্যাচের ৮৫ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে যায় ভেনিজুয়েলার জেফারসন সাভারিনো। বল পেয়েই ডানদিক থেকে ক্রস করেন তিনি। আর ডি-বক্সে থাকা বেল্লো হাফ বাইসাইকেল শটে বল জালে জড়ান। তাতেই উল্লাসে মাতে সফরকারীরা। আর নিস্তব্ধ হয়ে যায় এরিনা প্যান্টনাল স্টেডিয়াম।

শেষ পর্যন্ত বেশ কিছু আক্রমণ করেছে ব্রাজিল। তবে তাতে ভেনিজুয়েলার ডিফেন্স শেষ পর্যন্ত ভাঙতে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকলেন সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।

এই ড্রয়ে দুই পয়েন্ট হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তিন ম্যাচে ব্রাজিলে পয়েন্ট সাত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

ভেনেজুয়েলার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল

প্রকাশের সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

তারকায় ঠাসা আক্রমণ ভাগ নিয়ে জ্বলে উঠতে পারল না ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনরা কেবল আধিপত্যই দেখালেন, ফিনিশিংটা হলো না নিজেদের মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট পিস থেকে পাওয়া গোলে ম্যাচে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু সেই গোল আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে ব্রাজিলের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি জয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ৫০ মিনিটে নেইমারে এসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয় গাব্রিয়েল। কিন্ত ৮৫ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ভেনেজুয়েলাকে সমতায় ফেরায় ভেলো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন দুই দল।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। এদিন ৭১ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল শট নেয় ১৫টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ২৯ শতাংশ বলের দখল রেখে ৯ শট নেওয়া ভেনেজুয়েলার লক্ষ্যে বল ছিল ২টি। কিন্তু পরিসংখ্যানের এই ব্যবধান ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ব্রাজিলের ফিনিশিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ঠিকই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ভেনেজুয়েলা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় ব্রাজিল। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। ভিনিসিয়ুস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে প্রথমার্ধে, শুধু গোলটাই পায়নি তারা।

তবে দ্বিতীয় হাফের শুরুতেই প্রত্যাশিত গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে গোল করেন সেলেসাওরা। নেইমারের নেওয়া কর্নার মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। এর পর আবারও আক্রমণের পসরা সাজিয়ে বসে ব্রাজিল। তবে গোলের দেখা পাচ্ছিল না। একসময় মনে হচ্ছিল এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে ব্রাজিল।

তবে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে দেয় ভেনিজুয়েলার হয়ে বদলি হিসেবে নামা এডুয়ার্ড বেল্লো। ম্যাচের ৮৫ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে যায় ভেনিজুয়েলার জেফারসন সাভারিনো। বল পেয়েই ডানদিক থেকে ক্রস করেন তিনি। আর ডি-বক্সে থাকা বেল্লো হাফ বাইসাইকেল শটে বল জালে জড়ান। তাতেই উল্লাসে মাতে সফরকারীরা। আর নিস্তব্ধ হয়ে যায় এরিনা প্যান্টনাল স্টেডিয়াম।

শেষ পর্যন্ত বেশ কিছু আক্রমণ করেছে ব্রাজিল। তবে তাতে ভেনিজুয়েলার ডিফেন্স শেষ পর্যন্ত ভাঙতে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকলেন সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।

এই ড্রয়ে দুই পয়েন্ট হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তিন ম্যাচে ব্রাজিলে পয়েন্ট সাত।