বিনোদন ডেস্ক :
ভেঙে গেছে ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপুর সংসার। খবরটি জানান তার স্ত্রী মমরেনাজ মোমে। ছয় বছর আগেই এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে লিখেছেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন মমরেনাজ মোমে।
ওই পোস্টে তিনি জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।
ফেসবুকে দেওয়া পোস্টে মোমে লেখেন, অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।
দীর্ঘ সময় পর এই বিচ্ছেদের বিষয়টি সামনে আসায় সামাজিকমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা রাশেদ মামুন অপু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
জানা গেছে, ব্যক্তিজীবনের এই অধ্যায় পেছনে রেখে বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন অপু।
বিনোদন ডেস্ক 























