Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প আতঙ্কে ঢাবির হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের দ্বিতীয়তলা থেকে লাফিয়ে পড়ে মো. মিনহাজুর রহমান নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ওই শিক্ষার্থী জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কে তিনি নিচে লাফিয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মিনহাজুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হল সূত্রে জানা যায়, লাফিয়ে পড়া শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মিনহাজ। হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফিয়ে সে আহত হয়। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট সার্জারি করা লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভূমিকম্প আতঙ্কে ওই শিক্ষার্থী লাফ দিয়েছিল। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, যদি হাড় জোড়া না লাগে তাহলে সার্জারি করা লাগতে পারে।

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের আহত শিক্ষার্থী মিনহাজুর রহমান বলেন, সকালে ঘুমে ছিলাম। হঠাৎ আমি গ্লাস ভাঙার শব্দ শুনতে পাই, বিল্ডিংও মনে হচ্ছিল কাঁপছিল।’ তখন আতঙ্কে বিছানা থেকে উঠে দ্বিতীয়তলা থেকে নিচে লাফিয়ে পড়েন বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মিনহাজুর রহমানের ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ভূমিকম্প আতঙ্কে ঢাবির হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ, ঢামেকে ভর্তি

প্রকাশের সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের দ্বিতীয়তলা থেকে লাফিয়ে পড়ে মো. মিনহাজুর রহমান নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ওই শিক্ষার্থী জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কে তিনি নিচে লাফিয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মিনহাজুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হল সূত্রে জানা যায়, লাফিয়ে পড়া শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মিনহাজ। হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফিয়ে সে আহত হয়। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট সার্জারি করা লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভূমিকম্প আতঙ্কে ওই শিক্ষার্থী লাফ দিয়েছিল। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, যদি হাড় জোড়া না লাগে তাহলে সার্জারি করা লাগতে পারে।

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের আহত শিক্ষার্থী মিনহাজুর রহমান বলেন, সকালে ঘুমে ছিলাম। হঠাৎ আমি গ্লাস ভাঙার শব্দ শুনতে পাই, বিল্ডিংও মনে হচ্ছিল কাঁপছিল।’ তখন আতঙ্কে বিছানা থেকে উঠে দ্বিতীয়তলা থেকে নিচে লাফিয়ে পড়েন বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মিনহাজুর রহমানের ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।