Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে বিধ্বস্ত চীনের পাশে দাঁড়ানোর প্রস্তাব তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : 

চীন ও তাইওয়ানের মধ্যে গত চার বছরে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। সেই বিরোধ একপাশে সরিয়ে রেখে চীনকে সাহায্য করতে তাইপে প্রস্তুত বলে জানালেন প্রেসিডেন্ট সাই।

চীনে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা ও শোক জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। একই সঙ্গে তিনি চীনকে এই দুর্যোগে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পে নিহত হয়েছে ১১৮ জন, আহত হয়েছে কয়েক শ।

চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ানকে নিজের অঞ্চল দাবি করে চীন। বিরোধের মধ্যেও ভূমিকম্পের জেরে চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান।

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তাইপে চীনকে সহায়তা করতে আগ্রহী। ভূমিকম্পে নিহত মানুষদের স্বজনদের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, আশা করি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাই তাদের প্রয়োজনীয় সহায়তা পাবেন। আমরা দ্রুত উদ্ধারকাজের আশা করি। তাইওয়ান দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ১৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধার দল, চারটি কুকুর এবং ১৩ টন রসদ প্রস্তুত আছে। চীন অনুরোধ জানালেই তারা সেখানে যাবে। তবে তাইওয়ান বা অন্য কোনও দেশের কাছ থেকে কোনও সহায়তা চীন নেবে কিনা তা এখন জানায়নি।

ভূমিকম্পের পরই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সবচেয়ে ক্ষতিগ্রস্ত গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।

হাজারো উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধারকাজ করছেন, তবে হিমশীতল তাপমাত্রার কারণে উদ্ধারকারী সদস্যরা পূর্ণমাত্রায় কাজ করতে পারছেন না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাগলবেশে ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী

ভূমিকম্পে বিধ্বস্ত চীনের পাশে দাঁড়ানোর প্রস্তাব তাইওয়ানের

প্রকাশের সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

চীন ও তাইওয়ানের মধ্যে গত চার বছরে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। সেই বিরোধ একপাশে সরিয়ে রেখে চীনকে সাহায্য করতে তাইপে প্রস্তুত বলে জানালেন প্রেসিডেন্ট সাই।

চীনে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা ও শোক জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। একই সঙ্গে তিনি চীনকে এই দুর্যোগে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পে নিহত হয়েছে ১১৮ জন, আহত হয়েছে কয়েক শ।

চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ানকে নিজের অঞ্চল দাবি করে চীন। বিরোধের মধ্যেও ভূমিকম্পের জেরে চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান।

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তাইপে চীনকে সহায়তা করতে আগ্রহী। ভূমিকম্পে নিহত মানুষদের স্বজনদের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, আশা করি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাই তাদের প্রয়োজনীয় সহায়তা পাবেন। আমরা দ্রুত উদ্ধারকাজের আশা করি। তাইওয়ান দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ১৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধার দল, চারটি কুকুর এবং ১৩ টন রসদ প্রস্তুত আছে। চীন অনুরোধ জানালেই তারা সেখানে যাবে। তবে তাইওয়ান বা অন্য কোনও দেশের কাছ থেকে কোনও সহায়তা চীন নেবে কিনা তা এখন জানায়নি।

ভূমিকম্পের পরই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সবচেয়ে ক্ষতিগ্রস্ত গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।

হাজারো উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধারকাজ করছেন, তবে হিমশীতল তাপমাত্রার কারণে উদ্ধারকারী সদস্যরা পূর্ণমাত্রায় কাজ করতে পারছেন না।