Dhaka শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্পের কারণে তাড়াতাড়ি করে লোকজন বাইরে বের হওয়ার সময় বহু মানুষ পদদলিত হয়ে আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাসসহ অন্যান্য তিন প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কেওয়া পূর্ব খন্ড গারোপাড়া এলাকায় ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন ধরনের চোট ও আঘাতের জন্য তাদের মধ্যে অনেকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যারা তারা হাতে, পায়ে ও বুকে আঘাত পেয়েছেন।

শ্রমিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প শুরু হলে ডেনিমেক কারখানার বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলার শ্রমিকেরা আতঙ্কে একসঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করেন। এ সময় হুড়াহুড়িতে পদপৃষ্ট হয়ে ওই শ্রমিকেরা আহত হন।

কয়েকজন শ্রমিকের অভিযোগ, ভূমিকম্পের আতঙ্কের মধ্যে কারখানার মূল ফটকটি কর্তৃপক্ষ তাৎক্ষণিক খুলতে রাজি হয়নি। এতে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে আহতের সংখ্যা বেড়েছে।

মো. নিজাম উদ্দিন নামের এক শ্রমিক বলেন, তিনি নামতে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে উপচে পড়া ভিড় দেখেন। এর মধ্যে খুব কষ্ট করে তিনি ভেতরের দিকে চলে যান। সেখানে গিয়ে আরও অনেকের চাপে তাঁর দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। নুরুল আলম নামের অপর শ্রমিক বলেন, কারখানার শ্রমিকেরা নিচে নেমে গেলে সেখানে মূল ফটক খুলতে রাজি হয়নি নিরাপত্তাকর্মীরা। পরে শ্রমিকেরা একত্রে ধাক্কা দিয়ে ফটক খুলে বাইরে বেরিয়ে আসেন।

এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

‎‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শ্রমিককে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশের সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্পের কারণে তাড়াতাড়ি করে লোকজন বাইরে বের হওয়ার সময় বহু মানুষ পদদলিত হয়ে আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাসসহ অন্যান্য তিন প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কেওয়া পূর্ব খন্ড গারোপাড়া এলাকায় ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন ধরনের চোট ও আঘাতের জন্য তাদের মধ্যে অনেকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যারা তারা হাতে, পায়ে ও বুকে আঘাত পেয়েছেন।

শ্রমিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প শুরু হলে ডেনিমেক কারখানার বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলার শ্রমিকেরা আতঙ্কে একসঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করেন। এ সময় হুড়াহুড়িতে পদপৃষ্ট হয়ে ওই শ্রমিকেরা আহত হন।

কয়েকজন শ্রমিকের অভিযোগ, ভূমিকম্পের আতঙ্কের মধ্যে কারখানার মূল ফটকটি কর্তৃপক্ষ তাৎক্ষণিক খুলতে রাজি হয়নি। এতে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে আহতের সংখ্যা বেড়েছে।

মো. নিজাম উদ্দিন নামের এক শ্রমিক বলেন, তিনি নামতে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে উপচে পড়া ভিড় দেখেন। এর মধ্যে খুব কষ্ট করে তিনি ভেতরের দিকে চলে যান। সেখানে গিয়ে আরও অনেকের চাপে তাঁর দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। নুরুল আলম নামের অপর শ্রমিক বলেন, কারখানার শ্রমিকেরা নিচে নেমে গেলে সেখানে মূল ফটক খুলতে রাজি হয়নি নিরাপত্তাকর্মীরা। পরে শ্রমিকেরা একত্রে ধাক্কা দিয়ে ফটক খুলে বাইরে বেরিয়ে আসেন।

এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

‎‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শ্রমিককে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।