Dhaka শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি মার্টিনেজের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘ হচ্ছে এমিলিয়ানো মার্তিনেসের। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

৩১ বছর বয়সী মার্তিনেসের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্তিনেস। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে দারুণ পারফর্ম্যান্স করেছেন। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি। মার্টিনেজের দারুণ নৈপুণ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় ভিলা।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। দারুন সব সেভ করে নজর কেড়ে নেন। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি মার্টিনেজের

প্রকাশের সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘ হচ্ছে এমিলিয়ানো মার্তিনেসের। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

৩১ বছর বয়সী মার্তিনেসের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্তিনেস। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে দারুণ পারফর্ম্যান্স করেছেন। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি। মার্টিনেজের দারুণ নৈপুণ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় ভিলা।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। দারুন সব সেভ করে নজর কেড়ে নেন। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।