Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কথা ছিল ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। আশায় বুক বেঁধেছিলেন শাকিবিয়ানরা। দরদ দিয়ে ‘দরদ’ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু দিন ঘনিয়ে আসতেই চাউর হয় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। ক্ষুব্ধ হন কিং খানের ভক্তরা।

নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে ভালোবাসা দিবসে প্রকাশ পেলো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার।

এতে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব।

শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যঘরে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিবের ফেসবুক থেকে প্রকাশিত ‘দরদ’-এর ফার্স্ট লুকে এ এক অন্য কিং খান। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে জ্বলছে আগ্নেয়গিরি। যেন শত বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটাবেন এখনই।

428068446_950457963114246_7416758216112569970_n

এদিকে শাকিবের এমন লুক দেখে মুহূর্তেই মাতাল শাকিবিয়ানরা। ভালোবাসার দিনে মন্তব্যের ঘর তারা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। কেউ লিখেছেন, শুভকজামনা। আবার কেউ লিখেছেন, জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও। আবার কেউ জানিয়েছেন, ছবিটি দেখতে মুখিয়ে আছেন, তর সইছে না তাদের।

অন্যদিকে নির্মাতা মামুন প্রথম ঝলক শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে, সে আসছে… সে আমাদের সুপারস্টার শাকিব খান।

জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

প্রকাশের সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

কথা ছিল ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। আশায় বুক বেঁধেছিলেন শাকিবিয়ানরা। দরদ দিয়ে ‘দরদ’ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু দিন ঘনিয়ে আসতেই চাউর হয় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। ক্ষুব্ধ হন কিং খানের ভক্তরা।

নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে ভালোবাসা দিবসে প্রকাশ পেলো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার।

এতে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব।

শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যঘরে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিবের ফেসবুক থেকে প্রকাশিত ‘দরদ’-এর ফার্স্ট লুকে এ এক অন্য কিং খান। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে জ্বলছে আগ্নেয়গিরি। যেন শত বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটাবেন এখনই।

428068446_950457963114246_7416758216112569970_n

এদিকে শাকিবের এমন লুক দেখে মুহূর্তেই মাতাল শাকিবিয়ানরা। ভালোবাসার দিনে মন্তব্যের ঘর তারা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। কেউ লিখেছেন, শুভকজামনা। আবার কেউ লিখেছেন, জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও। আবার কেউ জানিয়েছেন, ছবিটি দেখতে মুখিয়ে আছেন, তর সইছে না তাদের।

অন্যদিকে নির্মাতা মামুন প্রথম ঝলক শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে, সে আসছে… সে আমাদের সুপারস্টার শাকিব খান।

জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।