ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজন- মা ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার জনৈক হাইয়ুলের বাসা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্থানীয় রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।
তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকায়।
পুলিশ জানায়, ভালুকার রাসেল স্পিনিং কারখানায় চাকরি করেন ময়নার স্বামী রফিকুল ইসলাম। সেখানে হাইয়ুম নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে পরিবারসহ থাকেন রফিকুল। তাদের সঙ্গে থাকেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। সকাল ৯টার দিকে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে দেখেন গেটের দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন যে তার স্ত্রী ও দুই সন্তান গলা কাটা অবস্থায় পড়ে আছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, কে বা কারা কেন মা ও তার দুই সন্তানকে হত্যা করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
তবে এ হত্যাকান্ডের ঘটনাটি পারিবারিক কারণে ঘটতে পারে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম। তিনি বলেন, এ ঘটনায় দেবর পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং খুনিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত ঘটনাটি স্পষ্ট হবে।