বিনোদন ডেস্ক :
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল সংগীতের জগতে। জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল স্থগিত করলেন তার বহু প্রতীক্ষিত মুম্বাই কনসার্ট। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (১০ মে) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে এই কনসার্ট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করার ঘোষণা দিলেন শিল্পী নিজেই।
শ্রেয়া শুক্রবার (৯ মে) রাতে তার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়ে অনুরাগীদের জানিয়ে দেন, বর্তমানে দেশের যা পরিস্থিতি, সেখানে আনন্দ-উৎসবের পরিবেশ নেই।
তিনি লেখেন, আমার প্রাণের শহর মুম্বাইয়ে এই কনসার্টটি আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধ বলছে—এখন মঞ্চে গান নয়, বরং দেশের পাশে দাঁড়ানোর সময়।
তিনি আরও আশ্বস্ত করেন, এটি কোনোভাবেই চূড়ান্ত বাতিল নয়, বরং সাময়িক স্থগিত। নতুন তারিখ খুব শিগগিরই জানানো হবে। শেষে শ্রেয়া ভক্তদের উদ্দেশে বার্তা দেন, এই সময়টা আমাদের একে-অপরের পাশে থাকার। সবাই নিরাপদে থাকুন, দেশ যেন শান্তিতে ফিরে আসে—এই প্রার্থনা করি।
এর আগে একই কারণে আরেক জনপ্রিয় গায়ক অরিজিত সিং আবুধাবিতে তার কনসার্ট বাতিল করেছিলেন। পাশাপাশি, সম্প্রতি পাহেলগাম হামলার পর শ্রেয়া তার সুরাত কনসার্টও স্থগিত করেছিলেন।
উল্লেখ্য, ভারতের সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে একাধিক অভিযান চালায়। এর প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটেই শিল্পীরা তাদের শো স্থগিত রাখছেন, দেশপ্রেম ও মানবিক বিবেচনায়।