Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

বেনাপোল উপজেলা প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ৫৩ হাজার ২৫০ ব্যাগ ব্যাগ স্যালাইন এসেছে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।

বুধবার (২০ সেপ্টেম্বর) এসেছে ২৭ হাজার ৭৮০ ব্যাগ এবং গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।

এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ভারত থেকে ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের ক্রয় মূল্য পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা।

আমদানিকারক প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানীকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং কম মূল্যে মানুষ তা ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

 

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

প্রকাশের সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

বেনাপোল উপজেলা প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ৫৩ হাজার ২৫০ ব্যাগ ব্যাগ স্যালাইন এসেছে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।

বুধবার (২০ সেপ্টেম্বর) এসেছে ২৭ হাজার ৭৮০ ব্যাগ এবং গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।

এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ভারত থেকে ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের ক্রয় মূল্য পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা।

আমদানিকারক প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানীকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং কম মূল্যে মানুষ তা ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।