Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানের নাগরিক গ্রেফতার

ফেনী জেলা প্রতিনিধি : 

ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় রোববার (১৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক নারীর নাম ইসলাম আবদেল রাহিম (৩৬)। তাঁর বাবার নাম আবদেল রাহিম ও স্বামীর নাম মোহাম্মদ হামদ। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি সুদানের কার্টাম বেরি এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, পূর্ব নিজকালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল ইসলাম আবদেল রাহিমকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার ও ভারতীয় রুপি, মুঠোফোনম পোশাকসামগ্রীসহ দুটি ব্যাগ জব্দ করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি সুদান থেকে ভারতে এসে কয়েক দিন অবস্থান করেন। এরপর ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢোকেন। ওই নারীকে আটকের সময় তাঁর কাছ কোনো পাসপোর্ট পাওয়া না গেলেও মুঠোফোনে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটক সুদানের ওই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজ সোমবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে বিজিবি গ্রেপ্তার করে। ভারত ও বাংলাদেশের কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কাজে নিয়োজিত রয়েছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানের নাগরিক গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ফেনী জেলা প্রতিনিধি : 

ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় রোববার (১৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক নারীর নাম ইসলাম আবদেল রাহিম (৩৬)। তাঁর বাবার নাম আবদেল রাহিম ও স্বামীর নাম মোহাম্মদ হামদ। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি সুদানের কার্টাম বেরি এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, পূর্ব নিজকালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল ইসলাম আবদেল রাহিমকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার ও ভারতীয় রুপি, মুঠোফোনম পোশাকসামগ্রীসহ দুটি ব্যাগ জব্দ করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি সুদান থেকে ভারতে এসে কয়েক দিন অবস্থান করেন। এরপর ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢোকেন। ওই নারীকে আটকের সময় তাঁর কাছ কোনো পাসপোর্ট পাওয়া না গেলেও মুঠোফোনে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটক সুদানের ওই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজ সোমবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে বিজিবি গ্রেপ্তার করে। ভারত ও বাংলাদেশের কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কাজে নিয়োজিত রয়েছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।