আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এখনো ওই কারখানার মধ্যে আট থেকে ১০ জন শ্রমিক আটকে রয়েছেন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সাঙ্গারেড্ডি জেলায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বিকেলের দিকে তেলেঙ্গানার সঙ্গারেড্ডি এলাকার ওই কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানায় অন্তত ৫০ জন কাজ করছিলেন।
বিস্ফোরণের পর হুড়াহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। কয়েকজন কারখানা থেকে বের হতে পারলেও বেশ কয়েকজন আটকা পড়েন। ইতিমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ওই কারখানার ম্যানেজারও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ওই বিস্ফোরণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কিভাবে কারখানাটি আগুনে পুড়ছে। সেই সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। রয়েছে উদ্ধারকারী দলও। আগুনের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই কারখানায় আরো একটা চুল্লি রয়েছে। সেই চুল্লিতেও বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আশপাশের এলাকা দ্রুত খালি করার কাজও শুরু হয়েছে। যাতে বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা বেশি ঘটতে না পারে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এনডিটিভির তথ্য অনুসারে, এর আগে সোমবার একই জেলায় একটি তুলার গুদামে আগুন লাগে। কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া গত সপ্তাহের ২৮ মার্চ জেলার কাতেডান শিল্প এলাকায় একটি খাদ্য উৎপাদন ইউনিটে আগুন লাগে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।