Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়ে বলছে, বিমানটি এসভিপিআইএর রানওয়ে থেকে ওপরে ওঠার পর মেঘানীনগর এলাকার ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ বিমানটি উড্ডয়ন করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটির কমান্ডে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরেওয়াল ও ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। আন্তর্জাতিক রুট হওয়ায় বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, যার কারণে বিধ্বস্তের পর তীব্র বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ। গুজরাটের গান্ধীনগর থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি ও ভদোদরা থেকে আরও ৩টি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন হতাহতে হয়েছে, সেটি এখনও নিশ্চিত করেনি ডিজিসিএ।

সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এবং আহমেদাবাদ পুলিশ কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করেন।

এর আগে ভূপেন্দ্র প্যাটেল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ‘গ্রিন করিডোর’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে বলে অমিত শাহ আমাকে নিশ্চিত করেছেন।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন দুর্ঘটনার পর বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল যাত্রী, কর্মী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইলো। উদ্ধার কাজে সহায়তা এবং পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।

এয়ার ইন্ডিয়ার জরুরি সহায়তা কেন্দ্র এবং হেল্পলাইন চালু করা হয়েছে যাত্রীদের পরিবারের জন্য। পাশাপাশি, বোয়িংয়ের একটি কারিগরি দলও তদন্তে অংশ নেবে বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রকাশের সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়ে বলছে, বিমানটি এসভিপিআইএর রানওয়ে থেকে ওপরে ওঠার পর মেঘানীনগর এলাকার ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ বিমানটি উড্ডয়ন করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটির কমান্ডে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরেওয়াল ও ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। আন্তর্জাতিক রুট হওয়ায় বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, যার কারণে বিধ্বস্তের পর তীব্র বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ। গুজরাটের গান্ধীনগর থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি ও ভদোদরা থেকে আরও ৩টি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন হতাহতে হয়েছে, সেটি এখনও নিশ্চিত করেনি ডিজিসিএ।

সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এবং আহমেদাবাদ পুলিশ কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করেন।

এর আগে ভূপেন্দ্র প্যাটেল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ‘গ্রিন করিডোর’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে বলে অমিত শাহ আমাকে নিশ্চিত করেছেন।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন দুর্ঘটনার পর বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল যাত্রী, কর্মী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইলো। উদ্ধার কাজে সহায়তা এবং পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।

এয়ার ইন্ডিয়ার জরুরি সহায়তা কেন্দ্র এবং হেল্পলাইন চালু করা হয়েছে যাত্রীদের পরিবারের জন্য। পাশাপাশি, বোয়িংয়ের একটি কারিগরি দলও তদন্তে অংশ নেবে বলে জানিয়েছে সংস্থাটি।